প্রিন্ট করুন প্রিন্ট করুন

হাওয়া বদল…

নোয়াখালী

চট্টগ্রাম বিভাগের প্রাচীন জনপদ নোয়াখালী। এটিই একমাত্র জেলা, যার নিজস্ব নামে কোনো জেলা শহর নেই। জেলা সদরটি মাইজদী নামে বেশি পরিচিত।

 

যেভাবে যাবেন

নোয়াখালীর উদ্দেশে সড়কপথে ঢাকা থেকে একুশে পরিবহন, বিলাস, ভিআইপি, শাহী, হিমাচল প্রভৃতি বাস ছেড়ে যায় ঢাকার সায়েদাবাদ টার্মিনাল, নীলক্ষেত, কুচক্ষেত, মিরপুর ১ ও ১০, শ্যামলী, আদাবর, ফকিরাপুল, কমলাপুর, টিটিপাড়া বাসস্ট্যান্ড থেকে। ভাড়া ৩৫০ টাকা থেকে শুরু। রেলপথে প্রতিরাতে উপকূল এক্সপ্রেস ও নোয়াখালী এক্সপ্রেসে ভ্রমণ করতে পারেন। এজন্য শ্রেণিভেদে ভাড়া গুনতে হবে ১১৫ থেকে ৯৮৮ টাকা।

নোয়াখালীর প্রধান আকর্ষণ নিঝুম দ্বীপ হাতিয়া উপজেলায়। উপজেলাটি মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হওয়ায় স্টিমার অথবা সি-ট্রাকে যাতায়াত করতে হয়। তাছাড়া জোয়ার-ভাটার গতিপ্রকৃতি ও আবহাওয়ার ওপর নির্ভর করে যাতায়াত করা ভালো। ঢাকা থেকে নিঝুম দ্বীপে প্রতিদিন বিকাল ৫টায় এনভি টিপু/পানামা ছেড়ে যায়। চট্টগ্রাম থেকে শনি, সোম, বুধ ও বৃহস্পতিবার আবদুল মতিন, বার আউলিয়া ও মনিরুল হক স্টিমার পাড়ি জমায় নিঝুম দ্বীপে। আর নোয়াখালী থেকে নিঝুম দ্বীপে প্রতিদিন অসংখ্য স্টিমার ও সি-ট্রাক ছেড়ে যায় ওই দ্বীপের উদ্দেশে।

 

যেখানে থাকবেন

সার্কিট হাউজ, জেলা পরিষদ ডাকবাংলো, গণপূর্ত রেস্ট হাউজ, সওজ রেস্ট হাউজ, এলজিইডি রেস্ট হাউজ, বন বিভাগ রেস্ট হাউজ, রেড ক্রিসেন্ট রেস্ট হাউজ, বিআরডিবি রেস্ট হাউজ, আল আমিন গেস্ট হাউজ, চাটখিল অডিটরিয়াম কমিউনিটি সেন্টার রেস্ট হাউজ, দ্বীপ উন্নয়ন সংস্থা, উপকূলীয় পর্যটন ও বিনোদন কমপ্লেক্স প্রভৃতিসহ বেশ কয়েকটি উন্নত মানের হোটেলও রয়েছে। এর মধ্যে পূবালী, আল মোর্শেদ, মৌচাক, লিটন, নিজাম, রাফসান, ফারহান, মোবারক, সুগন্ধা ইন্টারন্যাশনাল, ঢাকা, প্রিন্স, সিঙ্গাপুর, হংকং, গুড হিলস কমপ্লেক্স, সোহাগ বোর্ডিং, শাপলা আবাসিক বোর্ডিং, গোল্ডেন সান হোটেলের মান বেশ ভালো।

 

যা দেখবেন

নিঝুম দ্বীপ ছাড়া বজরা শাহী মসজিদ, গান্ধী আশ্রম ট্রাস্ট, বীরশ্রেষ্ঠ শহীদ মো. রুহুল আমিন গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর, চরজব্বরের ম্যানগ্রোভ বনাঞ্চল, মাইজদী কোর্ট বিল্ডিং দীঘি, ফকির ছাড়– মিজি (রহ.) সাহেবের দরগাহ, চরবাটা স্টিমার ঘাটে বেড়াতে যান প্রচুর পর্যটক। ১৮৯৫ সালে প্রতিষ্ঠিত নোয়াখালী পাবলিক লাইব্রেরিতে ঢু মারেন অনেকে। এছাড়া নোয়াখালীতে প্রচুর খাল রয়েছেÑনোয়াখালী, মধুখালী, রহমতখালী, আতিয়াবাড়ি, কালিরখালী, আত্রা, হুরা, গাহজাতলি, মহেন্দ্রক খাল প্রভৃতি। নদনদীর মধ্যে ফেনী ও ডাকাতিয়া অন্যতম। এসব নদীর আবেদনও কম নয়।

 

যা কিছু খাবেন

নোয়াখালীর উপকূলীয় চরাঞ্চলে মহিষের দুধ থেকে দই তৈরি করা হয়। সেখানে এটি ‘মহিষের দই’ নামে পরিচিত। কেউ কেউ একে টকদইও বলে থাকেন। এছাড়া আমাদের চিরাচরিত অন্যান্য খাবার তো পাবেনই।