প্রিন্ট করুন প্রিন্ট করুন

হাতিবান্ধায় ছাত্রলীগ-ছাত্রদলের সংঘর্ষে আহত ৬,আসামি ২২

প্রতিনিধি, লালমনিরহাট : লালমনিরহাটের হাতীবান্ধায় ছাত্রলীগ- ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় অন্তত ৬ জন আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মঙ্গলবার রাতে ওই উপজেলার বড়খাতা ও সানিয়াজান এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। রাতের ওই সংঘর্ষে স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জয়নাল হাজারী বাদী হয়ে ২২ জনকে আসামি করে মামলা করেছেন।

স্থানীয়রা জানান, বড়খাতা এলাকায় ছাত্রদলের দুই কর্মীকে মারধর করে ছাত্রলীগ এমন অভিযোগ ছাত্রদলের। এ ঘটনার জেরে স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা সানিয়াজান এলাকায় স্থানীয় আওয়ামী লীগ অফিসে হামলা চালানোর চেষ্টা করে। এতে ছাত্রলীগের সাথে ছাত্রদলের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। এক পর্যায়ে ধাওয়া খেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা পিছু হটে।

এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সম্পাদক সুলতান আহম্মেদ রাজন, উপজেলা ছাত্রদলের সদস্য জাহিদ, সবুজ ও সুজনসহ উভয় পক্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল ও রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার জন্য ছাত্রলীগ ও ছাত্রদল একে অপরকে দায়ী করছে।

হাতীবান্ধা থানার ওসি শাহআলম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে। বিএনপির পক্ষ থেকে আমরা কোনো অভিযোগ পাইনি।