প্রিন্ট করুন প্রিন্ট করুন

হাভানায় বিনামূল্যে ইন্টারনেট

 

শেয়ার বিজ ডেস্ক: বিশ্বের সর্বনিম্ন ইন্টারনেটে অনুপ্রবেশ হারের দেশগুলোর মধ্যে একটি কিউবা। এবার রাজধানী হাভানায় বিনামূল্যে ইন্টারনেট সেবা দিতে যাচ্ছে দেশটি। খবর আইএএনএস।

কিউবা সরকার গৃহীত পাইলট প্রকল্পের আওতায় হাভানা শহরতলির প্রায় দুই হাজার বাসিন্দা এই সেবা পেতে যাচ্ছেন।

কমিউনিস্ট শাসিত কিউবায় বর্তমানে প্রায় ১১ কোটি অধিবাসীর অধিকাংশই শুধু ওয়াই-ফাই হটস্পটের মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করছেন। এজন্য দেশটিতে তাদের মাসিক গড় বেতনের প্রায় পাঁচ শতাংশ হারে প্রতি ঘণ্টায় ৮০ কিউবান পেসো মূল্য দিতে হচ্ছে।

মাত্র পাঁচ শতাংশ কিউবান বাসিন্দা সরকারের অনুমতি নিয়ে এখন বাড়িতে ইন্টারনেট উপভোগ করতে পারছেন। বিশেষভাবে শিক্ষাবিদ, চিকিৎসক ও বুদ্ধিজীবীদের জন্য এই অনুমোদন দেওয়া হয়। স্বপ্ন সত্যি হওয়ার মতো ঘটনা এটি, বলেন মার্গারিটা মার্কেজ নামের এক অধিবাসী। মার্চ থেকে আমাদের ইন্টারনেটের জন্য বিল পরিশোধ করতে হবে এবং আমরা এই খরচ চালিয়ে যেতে পারব কি না জানি না। অন্তত জানুয়ারি ও ফেব্রুয়ারিতে আমরা বিনামূল্যে ইন্টারনেট সেবা পেতে যাচ্ছি, বলেন তিনি। কিউবা বলছে, মার্কিন বাণিজ্যে নিষেধাজ্ঞার কারণে খরচ বেড়ে যাওয়ায় নেটওয়ার্ক অবকাঠামোর উন্নয়নে দেরি হচ্ছে।

তবে নিয়ন্ত্রণ হারানোর ভয়কেই মূল কারণ হিসেবে দেখছেন সমালোচকরা।