শোবিজ ডেস্ক: গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডের মধ্য দিয়ে হলিউডে পুরস্কার মৌসুম শুরু হয়েছে। এবার অপেক্ষার পালা পিপলস চয়েস অ্যাওয়ার্ডের বিগত বছরের চলচ্চিত্র, টেলিভিশন ও সংগীতে সেরার স্বীকৃতি দেওয়া হবে দর্শক ভোটে। ১৮ জানুয়ারি লস অ্যাঞ্জেলসের মাইক্রোসফট থিয়েটারে বসবে এবারের আসর। এ অনুষ্ঠানে প্রথমবারের মতো পারফর্ম করবে ফিফথ হারমনি। গত বছর ফেভারিট গ্রুপ ক্যাটাগরিতে সেরা পুরস্কার নিজেদের ঝুলিতে পুরেছিল এ ব্যান্ড। এ বছর একই ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছে তারা। এবারও ভক্তদের (হারমোনাইজারদের) নিরাশ করবে না ব্যান্ডটি।
এলি ব্রুক, নরমানি করডেই, ডিনা জেন, ক্যামিলা ক্যাবেলো ও লরেন জরেগুই এ পাঁচ কন্যার ব্যান্ড দল ফিফথ হারমনি। গত মাসে দলছুট হয়েছেন ক্যামিলা ক্যাবেলা।