প্রিন্ট করুন প্রিন্ট করুন

হালদায় নৌ পুলিশের অভিযান, ১২ হাজার মিটার সুতার জাল জব্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র হালদা নদীতে অভিযান চালিয়ে ১২ হাজার মিটার সুতার জাল জব্দ করেছে নৌ পুলিশ।

রোববার (১৭ এপ্রিল) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত হালদা নদী ও তৎসংলগ্ন মোহনায় এক ঘণ্টা অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া।

তিনি বলেন, ‘নিষিদ্ধ সুতার জাল দিয়ে মা মাছ ধরার তথ্য পেয়ে আমরা অভিযানে যাই। স্পিড বোটের মাধ্যমে নদীর বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে পাতানো জাল উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের খবর পেয়ে জালের মালিক পালিয়ে যায়। হালদার নদীর জীববৈচিত্র্য রক্ষায় নৌ পুলিশের অভিযান অব্যাহত রাখা হবে বলেও জানান তিনি।’