Print Date & Time : 13 April 2021 Tuesday 7:44 pm

হাসপাতালের সিঁড়িতে নবজাতকের জন্ম

প্রকাশ: January 15, 2021 সময়- 11:26 pm

শেয়ার বিজ ডেস্ক: পটুয়াখালীর বাউফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিঁড়িতে লাকি আক্তার (২৮) নামের এক মা এক নবজাতকের জন্ম দিয়েছেন। বৃহস্পতিবার দিবাগত রাতে বাউফলের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। লাকি আক্তার উপজেলার সুলতানাবাদ গ্রামের বাসিন্দা জোবায়ের আম্মেদের স্ত্রী।

লাকি আক্তারের স্বজন রোকেয়া বেগম বলেন, বৃহস্পতিবার রাতে তার প্রসব বেদনা শুরু হয়। দেড়টার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। তখন কর্তব্যরত স্টাফদের কাছে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি। ওই সময় সিঁড়ি দিয়ে হাসপাতালের লেবার রুমে নেয়ার পথে সিঁড়ির ওপরেই একটি পুত্রসন্তান জš§ দেন লাকি আক্তার।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফুল ইসলাম জানান, রেজিস্ট্রি খাতায় লাকি আক্তারের নাম এন্ট্রি করার আগেই তিনি সিঁড়ির ওপরেই সন্তান প্রসব করেন।