প্রিন্ট করুন প্রিন্ট করুন

হিলিতে টিসিবি পণ্য বিক্রি শুরু

প্রতিনিধি, হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় ফ্যামেলি কার্ডের মাধ্যমে স্বল্প মূল্যে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এদিকে রমজানের আগে বাজারমূল্যের চেয়ে কম দামে তেল, ডাল, চিনি ও ছোলা পেয়ে খুশি সীমান্তবর্তী নি¤œ আয়ের মানুষরা। তবে এবার প্যাকেজের সঙ্গে এক কেজি ছোলা যুক্ত হওয়ায় আগের থেকে প্রতিটি প্যাকেজ মূল্যে দাম বেড়েছে ৫০ টাকা। গতকাল শনিবার হিলি চারমাথা-সংলগ্ন মাইক্রো স্ট্যান্ডে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর এ আলম ও উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহিন।

এবার উপজেলার ১০ হাজার ৫৭১ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকা দরে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, দুই লিটার তেল ও এক কেজি ছোলা দেয়া হচ্ছে। এবারের প্যাকেজ মূল্য ৪৭০ টাকা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নুর-এ আলম বলেন, সারাদেশের মতো দিনাজপুরের হিলিতে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। এবার উপজেলার ১০ হাজার ৫৭১ জনকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ৪৭০ টাকা দরে এক কেজি চিনি, দুই কেজি মসুর ডাল, দুই লিটার তেল ও এক কেজি ছোলা দেয়া হচ্ছে। এবারের প্যাকেজ মূল্য ৪৭০ টাকা।

এসময় সেখানে টিসিবি ডিলার আলম হোসেন ও প্রেস ক্লাবের সভাপতি গোলাম মোস্তাফিজার রহমান মিলন উপস্থিত ছিলেন।