প্রিন্ট করুন প্রিন্ট করুন

হিলিতে ভাম্যমান আদালতে জরিমানা

প্রতিনিধি, হিলি : দিনাজপুরের হিলিতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার জন্য ২ হোটেল মালিককে ১৮ হাজার টাকা ও বাজারে নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে ২ হাজার ৫ শত টাকা জরিমানা করেছে ভাম্যমান আদালত। এই জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট মোহাম্মদ নুর- এ আলম।

আজ মঙ্গলবার (৩ জানুয়ারী) দুপুরে হিলি বাজার ও চারমাথায় এ অভিযান পরিচালনা করেন তিনি। এসময় বাজারে রাস্তায় দোকান বসিয়ে বেচাবিক্রি করতে নিষেধ করেন তিনি এবং তিনটি খাবার হেটেলকে সতর্ক করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিষ্টেট নুর এ আলম বলেন, বাজরে কিছু দোকানদার রাস্তার পাশে জায়গা দখল করে ব্যবসা করে আসতেছে এমন সংবাদের ভিত্তিতে আজকে হিলি বাজারে অভিযান পরিচালনা করে। এসময় বাজারে নিষিদ্ধ মাছ বিক্রির দায়ে ২ ব্যবসায়ীকে ২ হাজার ৫শ টাকা ও হোটেলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখার জন্য ২ হোটেলে ১৮ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।