প্রিন্ট করুন প্রিন্ট করুন

হিলি বাজারে উঠছে নতুন আলু

প্রতিনিধি, হিলি (দিনাজপুর) : দিনাজপুরের হিলিতে উঠতে শুরু করেছে শীতকালীন আগাম জাতের নতুন আলু। দাম নিয়ন্ত্রণে থাকায় ক্রেতারা কিনছেন শখ করে। এসব আলু পার্শ্ববর্তী উপজেলা পাঁচবিবি ও বিরামপুর থেকে আসছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। এদিকে শীতকালীন আগাম জাতের নতুন আলু বাজারে পেয়ে খুশি ক্রেতারা।

গতকাল সকালে হিলি সবজি বাজার ঘুরে দেখা যায়, আগাম জাতের শীতকালীন আলু কিছু কিছু দোকানের ডালিতে সাজানো রয়েছে। বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৬০ টাকা দরে।

হিলি বাজারে সবজি বিক্রেতা সোহেল রানা বলেন, শীতকালীন আগাম জাতের নতুন আলু দোকানে উঠায়েছি। এতে ক্রেতারা বেশ ভিড় করছেন। নতুন সবজি শখের বসে অনেকেই কিনছেন। তিনি বলেন, আমরা এ নতুন আলু পার্শ্ববর্তী উপজেলা পাঁচবিবি ও বিরামপুর থেকে এনে বিক্রি করছি। প্রতি কেজি আলু পাইকারি কিনছি ৫০ টাকা কেজি। আর খুচরা বিক্রি করছি ৬০ টাকা কেজি দরে। তবে আমরা আসা করছি আর ২ থেকে ১ সপ্তাহের মধ্যে দাম আরও কমে আসবে।

হিলি বাজারে সবজি কিনতে আসা কয়েকজন ক্রেতা বলেন, বাজারে নতুন আলু উঠছে দেখে অনেক ভালো লাগছে। শীতের মৌসুমে আলু, সঙ্গে নানা সবজি দিয়ে খেতে ভালো লাগবে, যার কারণে ১ কেজি কিনলাম। দাম নিল ৬০ টাকা।

আকেজন রিকশাচালক বলেন, আমরা শ্রমিক মানুষ সারা দিনে রিকশা চালিয়ে ৩০০ থেকে ৪০০ টাকা আয় করি। তার মধ্যে আবার কিস্তি দিতে হয়। বাজারে আসছি বাজার করতে। এসে দেখি নতুন আলু দোকানে উঠছে। তাই শখের বসে আধা কেজি আলু কিনলাম। তিনি বলেন, দামটা অনেক বেশি। আর একটু কম হলে আমাদের গরিব মানুষের জন্য ভালো হয়।