প্রতিনিধি, হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলি স্থলবন্দর দুদিন বন্ধ থাকার পর আবারও আমদানি-রপ্তানি শুরু হয়েছে। গতকাল শনিবার সকালে ভারতীয় পণ্যবাহী ট্রাক দেশে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় আমদানি-রপ্তানি কার্যক্রম। এতে করে বন্দরে ফিরেছে কর্মচাঞ্চল্য। আসতে শুরু করেছে দূর-দূরান্ত থেকে পাইকাররা।
হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন বলেন, ভারতের প্রজাতন্ত্র দিবস ও শুক্রবার সরকারি ছুটির কারণে দুদিন হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ছিল। তবে সকাল থেকে আবারও আমদানি-রপ্তানির বাণিজ্য চালু হয়েছে।