প্রিন্ট করুন প্রিন্ট করুন

১০ কোটি টাকা আত্মসাতে গার্মেন্ট ব্যবসায়ী কারাগারে

এক্সিম ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৩ বছরেও পরিশোধ করা হয়নি ব্যাংকঋণ। দফায় দফায় ঋণ পরিশোধের তাগাদা দিলেও তাতে সাড়া দেয়নি গ্রাহক। শেষমেশ ব্যাংকের মামলায় গত বুধবার চট্টগ্রামের গার্মেন্টস ব্যবসায়ী পারভেজ মোহাম্মদ ইউসুফকে কারাগারে পাঠিয়েছেন চট্টগ্রাম অর্থঋণ আদালত। ৯ কোটি ৮৮ লাখ টাকার বিপরীতে স্থাবর ও অস্থাবর কোনো সম্পদ জামানত না থাকায় গ্রাহককে আটকের আদেশ দেন চট্টগ্রাম অর্থঋণ আদালতের যুগ্ম জেলা জজ মুজাহিদুর রহমান।

একই মামলায় পারভেজ মোহাম্মদ ইউসুফের স্ত্রী নিশাত সুলতানাকে জামিন দেয়া হয়েছে। প্রধান আসামি মামলা থেকে জামিন পাওয়ার জন্য মূল ঋণের ২৫ শতাংশ জমা দেয়ার বিধান রয়েছে। কিন্তু সেই অর্থ জমা না দেয়ায় আদালত থেকে গ্রেপ্তার করা হয়েছে তাকে। আগামী ৩০ দিনের মধ্যে মোট ঋণের ২৫ শতাংশ সমমূল্যের বন্ড অথবা টাকা ফেরত দেয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, ২০২১ সাল শেষে এক্সিম ব্যাংকের

বিতরণকৃত ঋণের পরিমাণ ৪২ হাজার ৫৮৮ কোটি টাকা। এর মধ্যে এক হাজার ৭০৪ কোটি টাকা খেলাপি হয়ে পড়েছে। হিসাব অনুযায়ী, ব্যাংকটি ঋণ খেলাপির পরিমাণ বিতরণকৃত ঋণের ৪ শতাংশ।

তথ্যমতে, পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ লিমিটেড (এক্সিম ব্যাংক) চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জানুয়ারি’২২-মার্চ’২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গত বুধবার (১১ মে) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে ওই প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

প্রথম প্রান্তিকে ব্যাংকটির সমন্বিত শেয়ারপ্রতি আয় হয়েছে ২৫ পয়সা। গত বছর প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে শেয়ারপ্রতি ৫ পয়সা আয় হয়েছিল। গত ৩১ মার্চ, ২০২২ তারিখে সমন্বিতভাবে শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২১ টাকা ৯৭ পয়সা।