প্রিন্ট করুন প্রিন্ট করুন

১০-৮০ হাজারে লিখিত পরীক্ষা, মৌখিকে ধরা

কাস্টম হাউসের সিপাহি নিয়োগ পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক : চট্টগ্রাম কাস্টম হাউসের সিপাহি নিয়োগ পরীক্ষায় জালিয়াতি করায় ১৮ জনকে আটক করা হয়েছে। এই ১৮ জনের লিখিত পরীক্ষায় টাকার বিনিময়ে অন্যরা দিয়েছেন। লিখিত পরীক্ষা দিতে ১০ থেকে ৮০ হাজার টাকা করে খরচ করা হয়েছে। মৌখিক পরীক্ষা দিতে এসে এরা আটক হয়েছেন।

কাস্টম হাউজের একাধিক কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম কাস্টম হাউজের নিয়োগ কমিটি মৌখিক পরীক্ষা নেয়ার সময় মঙ্গলবার তাদের আটক করে পুলিশে দেয়। পরে তাদের বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।