নিজস্ব প্রতিবেদক: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় ১১ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রকাশিত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদনের মাধ্যমে এ তথ্য জানা গেছে।
আমান ফিড: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৯১ পয়সা। আর প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ৩৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ৮৫ পয়সা।
আমান কটন ফাইব্রাস: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ পয়সা (লোকসান), যা আগের বছর একই সময় ছিল ২৯ পয়সা। আর প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ২৯ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৫৫ পয়সা।
দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৫ টাকা ৯০ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৫ টাকা ৯৭ পয়সা। আর প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ১০ টাকা ৫৩ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১০ টাকা ৪৯ পয়সা।
এগ্রিকালচারাল মার্কেটিং: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৯২ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২ টাকা ১০ পয়সা। আর প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ৩ টাকা ৮৭ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৩৫ পয়সা।
বেঙ্গল উইন্ডসর থার্মোপ্লাস্টিক: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ১৩ পয়সা। আর প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ৩১ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২৯ পয়সা।
রংপুর ফাউন্ড্রি: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৯৯ পয়সা, যা আগের বছর একই সময় ছিল এক টাকা ৫ পয়সা। আর প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ২ টাকা ১৪ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৯ পয়সা।
মেঘনা পেট্রোলিয়াম: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে আট টাকা ৩৪ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৬ টাকা ৫১ পয়সা। আর প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ১৭ টাকা ৪ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১২ টাকা ৭৪ পয়সা।
শাইনপুকুর সিরামিকস: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ১৫ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৮ পয়সা। আর প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ২৫ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১০ পয়সা।
বাংলাদেশ সার্ভিসেস: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১৭ পয়সা (লোকসান), যা আগের বছর একই সময় ছিল এক টাকা ৭৮ পয়সা (লোকসান)। আর প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ৪ টাকা ৭৫ পয়সা (লোকসান), আগের বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৭৬ পয়সা (লোকসান)।
অগ্নি সিস্টেমস: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩১ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ২৭ পয়সা। আর প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ৬৯ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৫৭ পয়সা।
আরগন ডেনিমস: চলতি হিসাববছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩ পয়সা, যা আগের বছর একই সময় ছিল ৭ পয়সা। আর প্রথমার্ধে (জুলাই-ডিসেম্বর, ২০২২) ইপিএস হয়েছে ২৩ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৪৬ পয়সা (লোকসান)।