প্রিন্ট করুন প্রিন্ট করুন

১২০ টাকায় পুলিশে চাকরি পেল ৫৩ জন

প্রতিনিধি, ঠাকুরগাঁও : ঠাকুরগাঁওয়ে ১২০ টাকায় পুলিশের কনস্টেবল পদে ৫৩ জনের চাকরি হয়েছে। গতকাল মঙ্গলবার পুলিশ লাইন্স ড্রিল শেডে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণদের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।

কনস্টেবল পদে চূড়ান্তভাবে উত্তীর্ণ বালিয়াডাঙ্গী উপজেলার বানাগাঁও গ্রামের ধনেশ্বর চন্দ্র সিংহের ছেলে অজয় কাপালী সিংহ বলেন, ১২০ টাকায় আবেদন করে পুলিশের চাকরি হলো, আমরা অনেক খুশি।

জেলার হরিপুর উপজেলার রিতু আক্তার আবেগাপ্লুত হয়ে বলেন, আমার বাবা দিনমজুর। আমরা চার বোন এক ভাই। ১২০ টাকায় আমার পুলিশের চাকরি হয়েছে বলে বিশ্বাস হচ্ছে না। তবে আমার বাবা ও মায়ের সম্মানের জন্য নিষ্ঠার সঙ্গে চাকরি করতে চাই।

একইভাবে দিনমজুরের সন্তান হরিপুর উপজেলার বকুয়া গ্রামের মোবারক আলীর মেয়ে রিতু আক্তার, সদর উপজেলার ছোট বালিয়া গ্রামের আষাড়– বর্মণের ছেলে শান্ত বর্মণ এবং পীরগঞ্জ উপজেলার জাবরহাট বলিদিয়ারা গ্রামরে এনামুল হকের ছেলে মো. লাভলু জানান, ১২০ টাকায় পুলিশের চাকরি হওয়ায় তারা তাদের দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করতে চান।

একই সঙ্গে বালিয়াডাঙ্গী মাহাত বস্তি স্কুলের হাট গ্রামের এতিম সন্তান মো. নুর আলমও এ প্রক্রিয়ার সঙ্গে জড়িতদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

ঠাকুরগাঁও সরকারি শিশু পরিবার (বালিকার) এতিম শিশু মুমতাহিনা আক্তার মিতু বলেন, ‘বাবা মারা যাওয়ার পর মা অন্যত্র বিয়ে করেন। এভাবে ১২০ টাকায় আমার পুলিশে চাকরি হবে ভাবতে পারিনি। আগে শুনেছিলাম, অনেক টাকা-পয়সা দিয়ে পুলিশে চাকরি হয়। এ কারণে আমি অনেক খুশি।’

পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন বলেন, ২০২২ সালের ডিসেম্বরে পুলিশ কনস্টেবল পদে লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফল এরই মধ্যে প্রকাশিত হয়েছে। সাধারণ পুরুষ, অন্যান্য কোটা ও নারী মিলে ৫৩ জন চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন। নিয়োগ কার্যক্রম নতুন একটি পদ্ধতিতে পরিচালিত হয়। এক্ষেত্রে তাদের সাতটি গুরুত্বপূর্ণ ধাপ পেরিয়ে আসতে হয়েছে। নিয়োগের ব্যাপারে বিভিন্ন স্থানে ভিডিও প্রদর্শন করেছি। ভিডিও’র মাধ্যমে মেসেজ ছিল নিয়োগে কোনোভাবেই অর্থনৈতিক সংযোগে, কোনো কুচক্রী মহলের কোন আশ্বাসে চাকরি হবে না, সম্পূর্ণ যোগ্যতার ভিত্তিতে চাকরি হবে। যারা চান্স পেয়েছে, তারা সম্পূর্ণ তাদের মেধা ও যোগ্যতায় চাকরি পেয়েছে। নিয়োগ কার্যক্রমকে লক্ষ করে এরই মধ্যে দুটি দালাল চক্রকে গ্রেপ্তার করেছি। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার সূত্র ধরে গতকালও আরও দুজনকে গ্রেপ্তার করেছি।