প্রিন্ট করুন প্রিন্ট করুন

১২ কেজি এলপিজি গ্যাসের দাম বাড়ল ৪৬ টাকা

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৬ টাকা বাড়িয়ে ১ হাজার ২৯৭ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। সে হিসাবে প্রতি কেজি এলপিজি গ্যাসের দাম ১০৮ টাকা ৯ পয়সা।

রোববার (৪ ডিসেম্বর) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান মো. আবদুল জলিল ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপি গ্যাসের নতুন এ দাম ঘোষণা করেন। এ সময় সচিব খলিলুর রহমান খান, সদস্য মোকবুল-ই ইলাহি, আবু ফারুকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ভ্যাটসহ নভেম্বরে ছিল ১ হাজার ২৫১ টাকা।