নিজস্ব প্রতিবেদক: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর, ২০২২) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ১২ কোম্পানি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
এস আলম কোল্ড রোল্ড স্টিল লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ১২ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১৯ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৮ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২৬ টাকা ৩২ পয়সা (ঘাটতি), আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ১৯ পয়সা।
এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ১৮ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৪৯ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৯ টাকা ৩৮ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ৯৫ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৭৩ পয়সা।
মীর আকতার হোসেন লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ২৭ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৫৬ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৭ টাকা ৯৫ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৩৫ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ২৩ পয়সা।
আরগন ডেনিমস লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ১৯ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৫৪ পয়সা (লোকসান)। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৪ টাকা ৬৩ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ২০ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৪৬ পয়সা।
খান বাহাদুর পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ১ পয়সা (লোকসান), আগের বছর একই সময়ে যা ছিল ৭ পয়সা (লোকসান)। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১১ টাকা ৯২ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৮ পয়সা (লোকসান)।
আনলিমা ইয়ার্ন ডায়িং লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ১ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১৫ পয়সা (লোকসান)। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০ টাকা ৩৫ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৫৬ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৫৯ পয়সা।
জাহিন স্পিনিং লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ২ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২৪ পয়সা (লোকসান)। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪ টাকা ৯৯ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৯ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১২ পয়সা।
শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ২৬ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২৯ পয়সা (লোকসান)। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৫ টাকা ৫১ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৩ পয়সা (লোকসান), আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৬ পয়সা (লোকসান)।
মেট্রো স্পিনিং লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৫১ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৪০ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ২৫ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৮৯ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩১ পয়সা।
এগ্রিকালচারাল মার্কেটিং কোম্পানি লিমিটেড (প্রাণ): চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ৯৫ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ১৬ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৮৮ টাকা ৫৪ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৫ টাকা ৭২ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৩৭ পয়সা।
এসিআই ফরমুলেশনস লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ৫৫ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১২ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৭ টাকা ৪৩ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৮ টাকা ৬৫ পয়সা (লোকসান), আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ১৪ পয়সা (লোকসান)।
জেমিনি সি ফুড লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৫ টাকা ৩১ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৫৬ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৪১ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ৩৭ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৪৪ পয়সা (লোকসান)।
দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ২ টাকা ৯৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৭৭ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১০৫ টাকা ৪৩ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ৫২ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৭৭ পয়সা।
ম্যাকসন্স স্পিনিং লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৭১ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৭৫ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৭৬ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১ টাকা ১৫ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩৩ পয়সা।
রংপুর ফাউন্ড্রি লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ১৫ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১৪ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩১ টাকা ৭৬ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৫৭ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ১ পয়সা (লোকসান)।
বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৪ টাকা ১১ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯৫ টাকা ৪১ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ২ টাকা ৯৪ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ১৪ পয়সা।
ইভিন্স টেক্সটাইল লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৩৬ পয়সা (লোকসান), আগের বছর একই সময়ে যা ছিল ২৫ পয়সা (লোকসান)। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১২ টাকা ৪১ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৫৪ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৬৩ পয়সা।
নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৯১ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৭৬ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪৬ টাকা ৯১ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১ টাকা ১৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৭৬ পয়সা।
ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৩ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৫৬ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৮ টাকা ৬৫ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৩ টাকা ৭২ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৩ টাকা ৭৪ পয়সা।
ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ১ টাকা ১৮ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৫৩ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৪ টাকা ১১ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৩ টাকা ৪৯ পয়সা (লোকসান), আগের বছরের একই সময়ে যা ছিল ৬ টাকা ৪৬ পয়সা।
কোহিনুর কেমিক্যালস কোম্পানি লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ২ টাকা ৬৬ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ৯৭ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৫ টাকা ৬৭ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১১ টাকা ৪৯ পয়সা (লোকসান), আগের বছরের একই সময়ে যা ছিল ৪ টাকা ৪৭ পয়সা।
বাংলাদেশ সাবমেরিন কেব্ল কোম্পানি লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৩ টাকা ৯৭ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ২ টাকা ৯৫ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬৮ টাকা ৯৯ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৬ টাকা ৪ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৫ টাকা ৮৭ পয়সা।
এসিআই লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে তিন টাকা ৯৪ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৩ টাকা ৪২ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৩৭ টাকা ৬০ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৮৫ টাকা ৪৫ পয়সা (লোকসান), আগের বছরের একই সময়ে যা ছিল ১৫ টাকা ৮১ পয়সা (লোকসান)।
বারাকা পাওয়ার লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৯৪ পয়সা (লোকসান), আগের বছর একই সময়ে যা ছিল ৮৬ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২১ টাকা ৪৯ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৪ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৮ পয়সা (লোকসান)।
আরএন স্পিনিং লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ২ পয়সা (লোকসান), আগের বছর একই সময়ে যা ছিল ৩ পয়সা (লোকসান)। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১ পয়সা (লোকসান), আগের বছরের একই সময়ে যা ছিল ১ পয়সা।
ফু-ওয়াং ফুড লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৪ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৬ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩ টাকা ৭০ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৫ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১০ পয়সা।
নাহি অ্যালুমিনিয়াম অ্যান্ড কম্পোজিট প্যানেল লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ১৮ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৫১ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৯ টাকা ৪৪ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৩ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ১৩ পয়সা।
শাশা ডেনিমস লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ৫৬ পয়সা, আগের বছর একই সময়ে যা ছিল ৪৩ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৪০ টাকা ৮০ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ৪৪ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৪৮ পয়সা (লোকসান)।
বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড: চলতি হিসাববছরের প্রথম প্রান্তিকে ইপিএস হয়েছে ২ টাকা ২৭ পয়সা (লোকসান), আগের বছর একই সময়ে যা ছিল ১ টাকা ১৩ পয়সা। ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর শেয়ারপ্রতি নেট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৬ টাকা ৬০ পয়সা। এছাড়া আলোচিত প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি নগদ অর্থপ্রবাহ হয়েছে ১৫ টাকা ৭৮ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ২ টাকা ৭৭ পয়সা।