শেয়ার বিজ ডেস্ক : দেশের পুঁজিবাজারের সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে গতকাল সূচকে নিম্নমুখিতা দেখা গেছে। এদিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক কমেছে ১ দশমিক শূন্য ৭ শতাংশ। সূচকের পাশাপাশি এক্সচেঞ্জটির লেনদেনও সামান্য কমেছে।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল লেনদেনের শুরুর প্রথম ২৫ মিনিট সূচক ঊর্ধ্বমুখী ছিল। এরপর শেয়ার বিক্রির চাপ বাড়তে থাকায় ধীরে ধীরে পয়েন্ট হারায় সূচক। দিন শেষে ডিএসইর সার্বিক সূচক ডিএসইএক্স ৫৪ দশমিক ৮৭ পয়েন্ট কমে ৫ হাজার ৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। নির্বাচিত কোম্পানির সূচক ডিএস-৩০ দিনের ব্যবধানে ২১ দশমিক ৯৫ পয়েন্ট কমে ১ হাজার ৯৬১ পয়েন্টে দাঁড়িয়েছে। শরিয়াহ সূচক ডিএসইএস এদিন ১২ দশমিক ৩৬ পয়েন্ট কমে ১ হাজার ৬৭ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকাল সূচকের পতনে সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে ব্র্যাক ব্যাংক, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, ইসলামী ব্যাংক, স্কয়ার ফার্মাসিউটিক্যালস ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজের শেয়ার।
ডিএসইতে গতকাল ৫১৮ কোটি ৬২ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ৫৪৪ কোটি ৭৬ লাখ টাকা।
সে হিসাবে একদিনের ব্যবধানে এক্সচেঞ্জটির লেনদেন কমেছে ৪ দশমিক ৮০ শতাংশ। গতকাল এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়ার ৩৯৮টি কোম্পানি, মিউচুয়াল ফান্ড ও করপোরেট বন্ডের মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৩০০টির আর দর অপরিবর্তিত ছিল ৫৩টির।
খাতভিত্তিক লেনদেনচিত্রে দেখা যায়, গতকাল ডিএসইর মোট লেনদেনের ১২ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে শীর্ষে অবস্থান করছে ওষুধ ও রসায়ন খাত। ১১ দশমিক ৬ শতাংশ দখলে নিয়ে যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে প্রকৌশল খাত। বস্ত্র খাত ১০ দশমিক ৫ শতাংশ লেনদেন নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে ছিল। ৯ দশমিক ২ শতাংশ লেনদেনের ভিত্তিতে তালিকার চতুর্থ স্থানে ছিল ব্যাংক খাত। আর পঞ্চম অবস্থানে থাকা জ্বালানি ও বিদ্যুৎ খাতের দখলে ছিল লেনদেনের ৭ দশমিক ৩ শতাংশ।
গতকাল ডিএসইতে একটি খাত বাদে সব খাতের শেয়ারেই নেতিবাচক রিটার্ন এসেছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৩ দশমিক ৬ শতাংশ নেতিবাচক রিটার্ন এসেছে জীবন বীমা খাতে। এছাড়া কাগজ ও মুদ্রণ এবং সিরামিক খাতে ৩ ও বস্ত্র এবং সাধারণ বীমা খাতে ২ দশমিক ৪ শতাংশ নেতিবাচক রিটার্ন ছিল। অন্যদিকে ডিএসইতে গতকাল পাট খাতে ৩ দশমিক ৪ শতাংশ ইতিবাচক রিটার্ন এসেছে।
দেশের আরেক পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জের (সিএসই) নির্বাচিত সূচক সিএসসিএক্স গতকাল ৪৯ দশমিক ৬ পয়েন্ট কমে ৮ হাজার ৭৭৭ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইর সব শেয়ারের সূচক সিএএসপিআই এদিন ৮৮ পয়েন্ট কমে ১৪ হাজার ২২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। এদিন এক্সচেঞ্জটিতে লেনদেন হওয়া ১৯৩ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪২টির, কমেছে ১২৬টির আর দর অপরিবর্তিত ছিল ২৫টির। গতকাল সিএসইতে ২৪ কোটি ৫৩ লাখ টাকার সিকিউরিটিজ হাতবদল হয়েছে, আগের কার্যদিবসে যা ছিল ১৬ কোটি ৫২ লাখ টাকা।
এস এস/
প্রিন্ট করুন









Discussion about this post