শেয়ার বিজ ডেস্ক: ২০১৬ সালে থাইল্যান্ডে ৩২ দশমিক ৬ মিলিয়ন বা ৩ কোটি ২৬ লাখ পর্যটক দেশটি সফর করেছেন। এটি পূর্ববর্তী বছরের চেয়ে প্রায় নয় শতাংশ বেশি। এ সময় এ খাতে দেশটির আয় হয় ১ দশমিক ৬৪ ট্রিলিয়ন বাথ (দেশটির মুদ্রা) বা ৪৫ দশমিক ৯ বিলিয়ন মার্কিন ডলার। এটি পূর্ববর্তী বছরের চেয়ে প্রায় ১৩ শতাংশ বেশি। গতকাল বৃহস্পতিবার থাইল্যান্ডের পর্যটন মন্ত্রণালয় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। খবর রয়টার্স।
মন্ত্রণালয় পূর্বাভাস বলেছিল ২০১৬ সালে ৩২ দশমিক চার মিলিয়ন পর্যটক দেশটি সফরে আসতে পারে। দেশটির প্রয়াত রাজার শেষকৃত্য অনুষ্ঠানের কারণে নিরাপত্তা জোরদার, কয়েকটি পর্যটন কেন্দ্রে বোমা বিস্ফোরণ, জিকা ভাইরাসের প্রাদুর্ভাব এবং কম বাজেটে আসা চীনা পর্যটকের সংখ্যা কমে গেলেও পর্যটক সংখ্যা বেড়েছে। ২০১৪ সালে সামরিক অভ্যুত্থানের ব্যাপক প্রাণহানি ও রাজনৈতিক অস্থিরতায় পর্যটন খাতে দক্ষিণ-পূর্ব এশিয়ার দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ থাইল্যান্ডে বিরূপ প্রভাবের ধকল কাটিয়ে উঠেছে বলে দেশটির পর্যটন মন্ত্রণালয়ের প্রতিবেদনে বলা হয়েছে।