প্রতিনিধি, মৌলভীবাজার : মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দেশের দ্বিতীয় আন্তর্জাতিক চা নিলাম কেন্দ্রে ২০২৩ অর্থ বছরের শুরুতে ১৮ তম চা নিলাম অনুষ্ঠিত হয়েছে। নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হয় বিটিআরআই টি, যার কেজি প্রতি বাজার মূল্য ছিল ২৪৫ টাকা। এছাড়া সাবারি টি প্লান্টেশন এর গ্রীনটি প্রতি কেজি বিক্রি হয় ৮০০ টাকা।
আজ বুধবার (০৪ জানুয়ারি) বুধবার শ্রীমঙ্গল চা নিলাম কেন্দ্রের অস্থায়ী অফিস জেলা পরিষদ অডিটোরিয়ামের হলরুমে সকাল ১০ টা থেকে বেলা সাড়ে ১১ টা পর্যন্ত এ নিলাম অনুষ্ঠিত হয়। তবে, দেশের সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে বিরাজ করায় ঠান্ডার প্রভাব পড়েছে বায়ারদের উপর। আজকের ১৮ তম চা নিলামে বায়ার ছিল অন্য নিলামের তুলনায় অর্ধেক।
নিলামে শ্রীমঙ্গলের ৪টি ব্রোকারস হাউজ মিলিয়ে প্রায় ৩০ জন বায়ার অংশগ্রহণ করে। এতে ১ লাখ ১২ হাজার ৭৭৭ দশমিক ৩০ কেজি চা পাতা নিলামে ওঠে। যার আনুমানিক বাজার মূল্য ২ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৪৬০ টাকা। এর আগে গত ১৭ তম নিলামে ১ লাখ ৪৩ হাজার ৭৮১ দশমিক ১০ কেজি চা পাতা নিলামে ওঠলেও বিক্রি হয় ৫২ হাজার ৩৭ দশমিক ৩০ কেজি। যার মূল্য ৩৬ লাখ ৯৪ হাজার ৬৪৮ দশমিক ৩ টাকা। গড় বিক্রয় মূল্য ছিল প্রতি কেজি ১৭১ টাকা।
শ্রীমঙ্গল ব্রোকার্সের ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমদ শেয়ার বিজকে জানান, ‘আজ শ্রীমঙ্গলে ১৮ তম চায়ের নিলাম ছিল। এতে ৪ টি ব্রোকার্স হাউস অংশগ্রহণ করছে। প্রায় ১ লাখ কেজির উপরে চা অপারিং হয়েছে। বর্তমানে চায়ের গুনগত মান কমে গেছে। এর জন্য চায়ের বাজার দরও কমে গেছে। আজকের প্রচুর ঠান্ডা পড়ার কারণে বায়ারদের উপস্থিতি খুবই কম ছিল। আজকে বিটিআরআই এর চা ভালো থাকায় তার দামটা বেশী ছিল। বিটিআরআই টি ২৪৫ টাকা প্রতি কেজি বিক্রি হয়েছে। আর অন্যান্য চা সর্বনিম্ন ১৩০ টাকা করে বিক্রি হয়। আশা করছি চায়ের গুনগত মান ভালো হলে, বাজারও ভালো হবে। চায়ের দামও বৃদ্ধি পাবে। আজকের বাজারে চা প্রতি কেজিতে ৫০ টাকা পর্যন্ত কমেছে। কারণ চায়ের গুনগত মান ঠিক নাই।’
শ্রীমঙ্গলের উজ্জ্বল টি হাউসের সত্বাধিকারী কাজল দাশ শেয়ার বিজকে বলেন, ‘আজ আমি চা ক্রয় করেছি সর্বোচ্চ দামে বিটিআরআই টি এস্টেট এর চা পাতা। যেহেতু এখন সিজনের শেষ সময় তাই চায়ের কোয়ালিটি নিম্নমানের হয়ে গেছে। আজকের সর্বোচ্চ কোয়ালিটির চা আমি মনে করি বিটিআরআই টি এস্টেট এর চা এবং এর মধ্যেও বিভিন্ন ধরনের চা রয়েছে। কম দামের ও ছিল। ক্লোন ছিল, আমি বিটিআরআই বিটি-২ নিয়েছি ২৪৫ টাকা দরে।’