প্রিন্ট করুন প্রিন্ট করুন

২০ কোটি টাকার মাদকসহ আফ্রিকা থেকে আগত যাত্রী আটক

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকা হতে আগত এক যাত্রীর ব্যাগ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য আটক করেছে ঢাকা কাস্টম হাউস প্রিভেন্টিভ টিম। রোববার (২৩ জানুয়ারি) জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর সহযোগিতায় মাদকদ্রব্যসহ ওই যাত্রীকে আটক করা হয়। ঢাকা কাস্টম হাউসের উপ কমিশনার (ডিসি) মো. সানোয়ারুল কবীর এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, বিকেল ৪টা ৫২ মিনিটে কাতারের দোহা হতে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। এই ফ্লাইটে মাদকদ্রব্য চোরাচালান হতে পারে বলে আগে থেকেই কমিশনারের নিকট গোপন সংবাদ ছিলো। এরই প্রেক্ষিতে প্রিভেন্টিভ টিমের সদস্য ও বিমানবন্দরে এনএসআই এর সদস্যরা সর্তকতামূলক অবস্থান নেন। দোহা হতে আগত সেই ফ্লাইটে লেসিডি মোলাপিসি নামে একজন যাত্রী বিমানবন্দরে আসেন। তিনি দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ হতে দোহা হয়ে বাংলাদেশে আসেন।

ডিসি বলেন, ওই যাত্রী গ্রীণ চ্যানেল অতিক্রম করার সময় কোন ঘোষণা বর্হিভূত বা কোন মাদ্রকদ্রব্য জাতীয় পণ্য রয়েছে কিনা-তা জিজ্ঞাসাবাদ করা হয়। কিন্তু ওই যাত্রী তা অস্বীকার করেন। তবে যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় তার সঙ্গে থাকা ব্যাগেজ স্ক্যানিং করা হয়। স্ক্যানিংকালে যাত্রীর ব্যাগেজে (কালো রঙ্গের ট্রলি) এর ভেতরে পাউডার ও দানাদার জাতীয় পদার্থের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিভিন্ন সংস্থার প্রতিনিধি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে যাত্রীর ব্যাগের ভেতর তিনটি লেডিস ভ্যানিটি ব্যাগ ও একটি ফাইলের মধ্যে আটটি পলি ব্যাগে মোড়ানো বস্তু উদ্ধার করা হয়। সেই পলি ব্যাগের ভেতর লুকায়িত অবস্থায় তিন কেজি ১৪৬ গ্রাম হিরোইন সদৃশ বা নেশা জাতীয় ওষধ পাওয়া যায়।

আটক পণ্যের আনুমানিক মূল্য প্রায় ২০ কোটি টাকা। পরে মাদকসহ ওই যাত্রীকে আটক করা হয়। আটক করা মাদকের অর্থ কিভাবে পরিশোধ করা হয়েছে, এই মাদক কার কাছে পৌঁছে দেয়া হবে-এ বিষয়ে আটক যাত্রী কোন কিছুই স্বীকার করেনি। পরে কাস্টমস আইনে মামলা করে ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয় বলে মো. সানোয়ারুল কবীর জানিয়েছেন।