প্রতিনিধি, গাজীপুর : ‘নো ওয়েজ বোর্ড, নো মিডিয়া’-এই স্লোগানকে সামনে রেখে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও ২১ দফা দাবিতে গাজীপুরে সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ করেছেন। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শনিবার (১ নভেম্বর) বেলা ১১টায় গাজীপুর প্রেস ক্লাবের সামনে সাংবাদিক ইউনিয়ন গাজীপুর (জেইউজি)-এর উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ হয়।
সমাবেশে বক্তারা বলেন, সাংবাদিকদের ন্যায্য প্রাপ্য নিশ্চিত না হলে গণমাধ্যম টিকবে না। অবিলম্বে নবম ওয়েজ বোর্ড কার্যকর, সাংবাদিকদের ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ এবং সাংবাদিক সুরক্ষা নীতিমালা প্রণয়নের দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন-সব ধরনের গণমাধ্যমের সাংবাদিকদের একই ওয়েজ কাঠামোর আওতায় আনতে হবে। সাংবাদিকদের জীবনমান উন্নয়নে নবম ওয়েজ বোর্ড বাস্তবায়নের বিকল্প নেই।
সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সভাপতি এ এইচ এম দেলোয়ার হোসেন বলেন, সাংবাদিকদের জন্য ন্যূনতম বেতন ৩৫ হাজার টাকা নির্ধারণ করতে হবে। সাংবাদিকদের শ্রমের যথাযথ মূল্য দিতে হবে। ওয়েজ বোর্ড বাস্তবায়ন না হলে মিডিয়া চলবে না।
তিনি বলেন, সাংবাদিকদের জন্য পৃথক শ্রম আদালত স্থাপন, বকেয়া বেতন-ভাতা পরিশোধ, অবসরকালীন সুবিধা নিশ্চিত এবং গণমাধ্যমবিরোধী সব কালাকানুন বাতিল করতে হবে। এসময় বক্তারা সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাসহ সব সাংবাদিক হত্যার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশে বক্তব্য রাখেন- সাংবাদিক মাজহারুল ইসলাম মাসুম, নাসির আহমেদ, আমিনুল ইসলাম, শাহ শামসুল হক রিপন, আজিজুল হক, ফারদিন ফেরদৌস, রেজাউলবারী বাবুল, মাহমুদা সিকদার, মাজহারুল ইসলাম কাঞ্চন, আসাদুজ্জামান সাদ, বায়জিদ হোসেন ও হাবিবুর রহমান প্রমুখ।
সাংবাদিক ইউনিয়ন গাজীপুরের সাধারণ সম্পাদক মুহাম্মদ হেদায়েত উল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ সমাবেশে বক্তারা সরকারের প্রতি আহ্বান জানান- সাংবাদিক সমাজের ন্যায্য দাবি বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাংবাদিকরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি দিতে বাধ্য হবে।
প্রিন্ট করুন







Discussion about this post