২৫ বছরে আদানি নিয়ে যাবে ৬৩.২৫ বিলিয়ন ডলার!

ইসমাইল আলী: ভারতের ঝাড়খণ্ডে নির্মিত আদানির গড্ডা কয়লাভিত্তিক কেন্দ্র থেকে ২৫ বছর বিদ্যুৎ কিনবে বাংলাদেশ। আগামী মার্চে এ বিদ্যুৎ সরবরাহ শুরুর কথা রয়েছে। এ বিদ্যুতের জন্য মাসে ক্যাপাসিটি চার্জ গুনতে হবে ৩৯ দশমিক ৪৩ মিলিয়ন ডলার। বিদ্যুৎ না কিনলেও এ চার্জ দিতে হবে। আর আদানির কেন্দ্র থেকে পূর্ণ সক্ষমতায় (৮৫ শতাংশ প্লান্ট ফ্যাক্টর) বিদ্যুৎ কিনলে মাসে বাংলাদেশকে গুনতে হবে ২১০ দশমিক ৮৫ মিলিয়ন ডলার। এ হিসাবে ২৫ বছরে (পূর্ণ সক্ষমতায়) বিদ্যুৎ বিক্রি করে বাংলাদেশ থেকে আদানি নিয়ে যাবে প্রায় ৬৩ … Continue reading ২৫ বছরে আদানি নিয়ে যাবে ৬৩.২৫ বিলিয়ন ডলার!