প্রিন্ট করুন প্রিন্ট করুন

৩২% সিকিউরিটিজের দর বাড়ায় ডিএসইতে সূচক ও লেনদেন বেড়েছে

নিজস্ব প্রতিবেদক: টানা পতনের পর গতকাল মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৩২ শতাংশ সিকিউরিটিজের দর বাড়ায় সূচক ও লেনদেন বেড়েছে। তবে সিংহভাগ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিটদর অপরিবর্তিত ছিল। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৪৫ দশমিক ৫৫ পয়েন্ট বা শূন্য দশমিক ৭২ শতাংশ বেড়ে ছয় হাজার ৩৫২ দশমিক ৮৯ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক ১২ দশমিক ২৬ পয়েন্ট বা দশমিক ৮৯ শতাংশ বেড়ে এক হাজার ৩৮৯ দশমিক ৭০ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ৯ দশমিক ০৬ পয়েন্ট বা দশমিক ৪০ শতাংশ বেড়ে দুই হাজার ২৩৫ দশমিক ৭৭ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৯০২ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৭৬৯ কোটি ২৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ১৩ কোটি ৭৫ লাখ ৮১ হাজার ৯৬৬টি শেয়ার এক লাখ ৬৪ হাজার ৮৭২ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৫৯ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ১১টির এবং অপরিবর্তিত ছিল ২৩২টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে জেনেক্স ইনফোসিস লিমিটেড। কোম্পানিটির ৪৬ কোটি ৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৩৮ কোটি ৩৭ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ৩৭ কোটি, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ৩৫ কোটি ৭৮ লাখ এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৩৫ কোটি ৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

অন্যদিকে গতকাল ৯ দশমিক ৯৭ শতাংশ বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে আসে আমরা টেকনোলজিস লিমিটেড। এর পরের অবস্থানে থাকা ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ৯ দশমিক ৯৬ শতাংশ, সেনা কল্যাণ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯৬ শতাংশ, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ৯ দশমিক ৯৩ শতাংশ এবং চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৯ দশমিক ৯১ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ৬৭ দশমিক ২১ পয়েন্ট বা শূন্য দশমিক ৬০ শতাংশ বেড়ে ১১ হাজার ২২৭ দশমিক ৪০ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১১০ দশমিক ৫৭ পয়েন্ট বা শূন্য দশমিক ৫৯ শতাংশ বেড়ে ১৮ হাজার ৭৩৩ দশমিক ৩৮ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ২৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১২টির এবং অপরিবর্তিত ছিল ১৬০টির দর।