প্রিন্ট করুন প্রিন্ট করুন

৩ বছরের মধ্যে বিটকয়েনের মূল্য সর্বোচ্চ

শেয়ার বিজ ডেস্ক: ওয়েবভিত্তিক ডিজিটাল মুদ্রা বিটকয়েনের দাম বেড়ে তিন  বছরের মধ্যে সর্বোচ্চে পৌঁছেছে। গত মঙ্গলবার প্রতি বিটকয়েনের দাম এক হাজার ২৯ ডলার ছাড়িয়েছে। ২০১৬ সালে রেকর্ডের পর এটাই সর্বোচ্চ। খবর বিবিসি।

এর আগে গত ডিসেম্বরে বিটকয়েনের মূল্য এক হাজার ৪০০ ডলার ছাড়িয়েছিল।

বিশ্বব্যাপী দ্রুত ও পরিচয় প্রকাশ না করে লেনদেনে অর্থের বিকল্প হিসেবে ব্যবহƒত হয় এ ভার্চুয়াল মুদ্রা। এ ক্ষেত্রে লেনদেন প্রক্রিয়া সম্পন্ন করতে প্রযোজন হয় না কোনো কেন্দ্রীয় অনুমোদনের। চলতি বছর এর ব্যবহার ৮০ শতাংশ বেড়েছে, ২০১৫ সালে এ হারটা ছিল ৩৫ শতাংশ।

চলতি বছর ৮ নভেম্বর ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটি থেকে ৫০০ ও ১০০০ রুপির নোট তুলে দেওয়ার ঘোষণা দেন। দেশটিতে থাকা এ নোটগুলোর মোট মূল্য ২৫ হাজার ৬০০ কোটি ডলার। এ নোটগুলো দুর্নীতি বাড়াচ্ছিল, জাল হচ্ছিল এমনকি ভারতকে লক্ষ্য করে রাখা সন্ত্রাসীগোষ্ঠীদের আক্রমণেও ব্যবহৃত হচ্ছিল বলে জানান তিনি। ক্রিপ্টোকারেন্সির মূল্য দ্রুত পরিবর্তনশীল। ২০১৩ সালে প্রতি বিটকয়েনের মূল্য ১১০০ ডলারে পৌঁছেছিল। আবার ২০১৫ সালের শুরুতে এর দাম কমে আবার ১৫০ ডলার হয়। শেষ ছয় মাস ধরে এর দাম ৫০০ ডলারের উপরে রয়েছে। চলতি বছরের শুরুতে এর মূল্য ৪৩৫ ডলার ছিল। অর্থাৎ চলতি বছরেই বিটকয়েনের দাম প্রায় দ্বিগুণ হয়েছে। তথ্যমতে, অধিকাংশ বিটকয়েনের লেনদেনই চীনে হয়েছে। গবেষণাধর্মী প্রতিষ্ঠান ক্রিপ্টোকম্পেয়ার-এর প্রতিষ্ঠাতা চার্লস হেয়টার জানান, বিশ্বে রাজনৈতিক অনিশ্চয়তা আর ভারতে বড় অঙ্কের কাগুজে নোট বাতিল বিটকয়েনের মূল্য বাড়তে সহায়তা করেছে। তিনি বলেন, ‘যদি এ ধারা অব্যাহত থাকে, নিরাপত্তার দিকে যাত্রা হিসেবে আন্তর্জাতিক নিয়ম ভাঙতে বিটকয়েন বিশেষ ভূমিকা পালন করবে।’