প্রিন্ট করুন প্রিন্ট করুন

৪৯০-এর রেকর্ড ছোঁয়া হলো না পাকিস্তানের

 

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানকে কেন ‘আনপ্রেডিকটেবল’ দল বলা হয়, তার উত্তরটা খুঁজতে বেশি পেছনে যেতে হবে না। গতকাল শেষ হওয়া ব্রিসবেন টেস্টে চোখ রাখলেই চলবে। অস্ট্রেলিয়ার দেওয়া ৪৯০ রানের পাহাড় সমান স্কোরের কাছে চলে গিয়েছিল মিসবাহ-উল-হকের দল। শেষ পর্যন্ত বুক চিতিয়ে লড়েছেন আসাদ শফিক। খেলেছেন ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস। জয়ের খুব কাছেও গিয়েও শেষ পর্যন্ত অবশ্য জয়ের দেখা হয়নি! ৪৫০ রানে অলআউট হয় সফরকারীরা। দল হারে ৩৯ রানে।

ইতিহাস গড়ার হাতছানি ছিল পাকিস্তানের। ৪৯০ রান টপকে মিসবাহ-উল-হকের দলটি জিতলে টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড হতো দলটির। কিন্তু সেটা হতে দেয়নি অস্ট্রেলিয়ার পেসার মিশেল স্টার্ক। তার বোলিংয়ে মূলত পাকিস্তান কাক্সিক্ষত লক্ষ্যে পৌঁছাতে পারেনি।

ব্রিসবেনের গ্যাবায় দিবারাত্রির টেস্টে রোববার রাতে ৮ উইকেটে ৩৮২ রানে থেমেছিল পাকিস্তান। জয়ের জন্য দলটির গতকাল আরও দরকার ছিল ১০৮ রান। অন্যদিকে অস্ট্রেলিয়া জিততে দূরে ছিল ২ উইকেট। পঞ্চম ও শেষদিনে ব্যাটে নামেন আসাদ শফিক (১০০) ও ইয়াসির শাহ (৪)। এদিন সফরকারীদের জিততে প্রয়োজন ছিল আর ১০৮ রানের। হাতে ছিল ২ উইকেট। দেখেশুনে এগুতে থাকেন শফিক ও ইয়াসির। প্রতিপক্ষ বোলারদের বিপক্ষে অনেকটা সাবলীলভাবেই খেলে যান তারা। নবম উইকেটে ৭১ রান যোগ করেন এ জুটি। এ সময় সফরকারীরা কিছুটা হলেও জয়ের স্বপ্ন বুনেছিল। কিন্তু ৪৪৯ রান থেকে ৪৫০-এ যেতেই অলআউট মিসবাহর দল।

মিচেল স্টার্কের দারুণ এক ডেলিভারিতে ডেভিড ওয়ার্নারকে ক্যাচ দিয়ে আসাদ ফেরেন সাজঘরে। এর কিছুক্ষণ পরই ইয়াসির শাহ কাটা পড়েন রান আউটে। ১০ নম্বর ব্যাটসম্যান হিসেবে তিনি করেন ৩৩ রান। শেষ পর্যন্ত ৩১ রানে হারতে হয় সফরকারীদের। যে কারণে তিন ম্যাচ টেস্ট সিরিজে ০-১ পিছিয়ে পড়লো দলটি।

অসম্ভব লক্ষ্যের পেছনে ছুটে ৪৫০ রানে অলআউট হয়েছে পাকিস্তান। বিশ্বরেকর্ড গড়া হয়নি তাদের। তবে তাদের লড়াইটা এত অসাধারণ যে, ক্রিকেটের লড়াইয়ের উদাহরণে বার বার ফিরে

আসবে। অস্ট্রেলিয়ার মিচেল স্টার্ক নিয়েছেন

৪টি উইকেট। জ্যাকসন বার্ড ৩টি ও নাথান

লায়ন নেন ২টি উইকেট। পাকিস্তান হারলেও ম্যাচসেরা খেলোয়াড়ের পুরস্কার উঠেছে আসাদ শফিকের হাতে।

পাকিস্তান জিততে না পারলেও বেশ কিছু রেকর্ড গড়েছে তারা। গ্যারি সোবার্সকে পেছনে ফেলে ৬ নম্বরে নেমে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড গড়েছেন শফিক। পাকিস্তানের ইতিহাসের ৪৫০ রান চতুর্থ ইনিংসে সর্বোচ্চ সংগ্রহের নতুন রেকর্ড এটিই। অস্ট্রেলিয়ার মাটিতে যে কোনো দলের সর্বোচ্চ চতুর্থ ইনিংসও। টেস্ট ইতিহাসের চতুর্থ সেরা চতুর্থ ইনিংসও পাকিস্তানের। এর আগে আছে

দক্ষিণ আফ্রিকা (৪৫০/৭), নিউজিল্যান্ড (৪৫১) ও ইংল্যান্ড (৬৫৪/৫)।

এত অর্জনের পরও হাসিমুখে মাঠ ছাড়তে পারলো না পাকিস্তান। দুঃখটা অনেক দিন তাড়িয়ে বেড়াবে মিসবাহ-উল-হকদের।

 

সংক্ষিপ্ত স্কোর

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ১৩০ ওভারে, ৪২৯/১০ (স্মিথ ১৩০, হ্যান্ডসকব ১০৫; আমির ৪/৩১, ওয়াহাব ৪/২৬, রাহাত ২/১২৯)

পাকিস্তান ১ম ইনিংস: ৫৫ ওভারে, ১৪২/১০ (সরফরাজ ৫৯, আসলাম ২২, আমির ২১; স্টার্ক ৩/৬৩, হ্যাজেলউড ৩/২২ ও বার্ড ৩/২৩)

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৩৯ ওভারে ২০২/৫ ডি. (খাজা ৭৪, স্মিথ ৬৩, হ্যান্ডসকব ৩৫; রাহাত ২/৪০, আমির ১/৩৭ ও ইয়াসির ১/৩৭)

পাকিস্তান ২য় ইনিংস: ১৪৫ ওভারে ৪৫০/১০ (লক্ষ্য ৪৯০, আগের দিন শেষে ৩৮২/৮) (শফিক ১৩৭, ইয়াসির ৩৩, রাহাত ১; স্টার্ক ৪/১১৯, হ্যাজেলউড ০/৯৯, বার্ড ৩/১১০, লায়ন ২/১০৮, ম্যাডিনসন ০/৯)।

ফল: অস্ট্রেলিয়া ৩৯ রানে জয়ী

সিরিজ: ৩ ম্যাচ সিরিজে অস্ট্রেলিয়া ১-০তে এগিয়ে

ম্যাচসেরা: আসাদ শফিক