প্রিন্ট করুন প্রিন্ট করুন

৫০০ কোটি টাকা ছাড়িয়েছে ডিএসইর লেনদেন

সূচকের উত্থান অব্যাহত

নিজস্ব প্রতিবেদক: দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের মতো গতকাল চলতি সপ্তাহের চতুর্থ কার্যদিবসে সূচকের ইতিবাচক প্রবণতা দেখা গেছে। বেশ কিছুদিন ধরে পুঁজিবাজারে পতনের ধারা অব্যাহত থাকায় লেনদেনও তলানিতে নেমে গিয়েছিল। তবে গত দুই কার্যদিবসে ধারাবাহিকভাবে লেনদেন বাড়ার জেরে ৫০০ কোটি টাকা ছাড়িয়েছে। এদিকে আগের দিনের মতো গতকালও সিংহভাগ সিকিউরিটিজের দর অপরিবর্তিত থাকতে দেখা গেছে। দেশের অপর পুঁজিবাজার চিটাগং স্টক এক্সচেঞ্জে (সিএসই) একই চিত্র দেখা গেছে। বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গতকাল ডিএসইতে লেনদেনের শুরু থেকে শেষ পর্যন্ত উত্থান-পতনের ধারা অব্যাহত ছিল। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল প্রধান সূচক ডিএসইএক্স ৪ দশমিক ২৪ পয়েন্ট বা শূন্য দশমিক ০৬ শতাংশ বেড়ে ছয় হাজার ২০৯ দশমিক ৫২ পয়েন্টে অবস্থান করে। ডিএসইএস বা শরিয়াহ্ সূচক শূন্য দশমিক ৪৫ পয়েন্ট বা শূন্য দশমিক ০৩ শতাংশ বেড়ে এক হাজার ৩৫৭ দশমিক ৬৮ পয়েন্টে অবস্থান করে। আর ডিএস৩০ সূচক ১ দশমিক ১৭ পয়েন্ট বা শূন্য দশমিক ০৫ শতাংশ বেড়ে দুই হাজার ১৯৮ দশমিক ৭৬ পয়েন্টে অবস্থান করে। ডিএসইতে লেনদেন হয় ৫৩২ কোটি ৪১ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৬২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট। এদিন ৮ কোটি ১০ লাখ ৪২ হাজার ২৭৮টি শেয়ার এক লাখ ৭ হাজার ৩১৮ বার হাতবদল হয়। লেনদেন হওয়া ৩৩৪ কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪০টির, কমেছে ১২৭টির এবং অপরিবর্তিত ছিল ১৬৮টির দর।

গতকাল টাকার অঙ্কে লেনদেনের শীর্ষে উঠে আসে বাংলাদেশ শিপিং করপোরেশন । কোম্পানিটির ৪১ কোটি ৩০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর পরের অবস্থানে থাকা বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ৩২ কোটি ২৯ লাখ, জেনেক্স ইনফোসিস লিমিটেডের ২২ কোটি ৩০ লাখ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ২১ কোটি ৮৫ লাখ, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেডের ১৯ কোটি ২৭ লাখ, ওরিয়ন ফার্মা লিমিটেডের ১৯ কোটি ১৫ লাখ, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ১৪ কোটি ৩ লাখ, ইস্টার্ন হাউজিং লিমিটেডের ১৩ কোটি ৪৬ লাখ, নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১৩ কোটি ১৩ লাখ এবং ওরিয়ন ইনফিউশনস লিমিটেডের ১১ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এছাড়া গতকাল ৭ দশমিক ৪৮ শতাংশ শেয়ারদর বেড়ে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর পরের অবস্থানে থাকা সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেডের ৫ দশমিক ৪০ শতাংশ, জেএমআই হসপিটাল অ্যান্ড রিকুইজিট ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৪ দশমিক ৯৩ শতাংশ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ৩ দশমিক ৫৮ শতাংশ, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্ট লিমিটেডের ৩ দশমিক ৫৭ শতাংশ, পপুলার লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৩ দশমিক ২১ শতাংশ, মেট্রো স্পিনিং লিমিটেডের ৩ দশমিক ০৩ শতাংশ এবং বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের ২ দশমিক ৭৫ শতাংশ শেয়ারদর বেড়েছে।

অন্যদিকে সিএসইতে গতকাল সিএসসিএক্স মূল্যসূচক ১২ দশমিক ৩০ পয়েন্ট বা শূন্য দশমিক ১১ শতাংশ কমে ১০ হাজার ৯৮৩ দশমিক ২১ পয়েন্টে এবং সার্বিক সূচক সিএএসপিআই ১৯ দশমিক ৭০ পয়েন্ট বা শূন্য দশমিক ১০ শতাংশ কমে ১৮ হাজার ৩২৭ দশমিক ৭৯ পয়েন্টে অবস্থান করে। গতকাল সর্বমোট ১৩৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার ও ইউনিট লেনদেন হয়। এর মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৪৮টির এবং অপরিবর্তিত ছিল ৬০টির দর। গতকাল সিএসইতে মোট ১৩ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে হয়েছিল ১৩ কোটি ৩০ লাখ টাকা।