শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাজ্যের সবচেয়ে বড় ব্রডব্যান্ড ও মোবাইল সেবাদাতা প্রতিষ্ঠান বিটি গ্রুপ ৫৫ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। ২০৩০ সালের মধ্যে এই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই করবে প্রতিষ্ঠানটি। খবর: সিএনবিসি।
বিটি গ্রুপের চুক্তিভিত্তিক কর্মীসহ ছাঁটাই হতে যাওয়া কর্মীর এ সংখ্যা মোট শ্রমশক্তির ৪০ শতাংশ। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মতো নতুন প্রযুক্তির সঙ্গে খাপ খাইয়ে নিতে আগামী সাত বছরে এসব কর্মী ছাঁটাই করা হবে।
বিটি গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ফিলিপ জ্যানসেনের তত্ত্বাবধানে জাতীয় ফাইবার নেটওয়ার্ক তৈরির পাশাপাশি উচ্চগতির ফাইভজি মোবাইল পরিষেবা চালু করার জন্য একটি রূপান্তরিত পরিকল্পনার মাধ্যমে কাজ করছে।
ফিলিপ জ্যানসেন বলেন, বিটি গ্রুপ কাজের পদ্ধতিতে অটোমেশন আনতে চায়। এআই প্রযুক্তির মাধ্যমে কাজ করতে চায়। এ কারণে ২০২০-এর দশকের শেষ নাগাদ প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা ছোট করে ফেলা হবে এবং ব্যয় কমিয়ে আনা হবে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে ১ লাখ ৩০ হাজার কর্মী রয়েছেন। এর মধ্যে প্রায় ৩০ হাজার চুক্তিভিত্তিক কর্মী। ২০৩০ সালের অর্থবছরে এই কর্মীর সংখ্যা ৯০ হাজার থেকে ৭৫ হাজারে কমিয়ে আনা হবে।
জ্যানসেন বলেন, এটি একটি চলমান প্রক্রিয়া। তবে পাঁচ থেকে সাত বছরের মধ্যে এ প্রক্রিয়া শেষ করা হবে।
কমিউনিকেশন ওয়ার্কার্স ইউনিয়ন (সিডব্লিউইউ) বলছে, অবকাঠামো ও প্রযুক্তিগত যে পরিবর্তন আসছে, তাতে কর্মী ছাঁটাই করা আশ্চর্যের কিছু নয়। তবে বিষয়টি সহজভাবে করার জন্য বিটি ও সিডব্লিউইউর মধ্যে আলোচনার প্রয়োজন ছিল। বিটির উচিত হবে স্থায়ী কর্মীদের রেখে চুক্তিভিত্তিক কর্মী কমিয়ে দেয়া।
গত মঙ্গলবার যুক্তরাজ্যের ভোডাফোন ১১ হাজার কর্মী ছাঁটাইয়ের ঘোষণা দেয়।
বিশ্বের অনেক বড় প্রযুক্তিপ্রতিষ্ঠান কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর জোর দিতে শুরু করেছে। এর প্রভাব সরাসরি পড়তে যাচ্ছে কর্মীদের ওপর। কারণ প্রতিষ্ঠানগুলো কর্মী ছাঁটাই করে এআই প্রযুক্তি চালুর দিকে যাচ্ছে।