প্রিন্ট করুন প্রিন্ট করুন

৬১তম জন্মদিনে ইলিয়াস কাঞ্চন

 

শোবিজ ডেস্ক: আজ ৬১ বছরে পা রেখেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা ও নিরাপদ সড়ক আন্দোলনের পুরোধা ইলিয়াস কাঞ্চন। শতাধিক ছবির এ অভিনেতা আরও অর্জন করেছেন বাচসাস, শেরেবাংলা পদক, বিসিআরএ, ট্রাব, সিটি করপোরেশন পুরস্কারসহ অসংখ্য স্বীকৃতি। তবে ‘ভেজা চোখ’-খ্যাত এ নায়ক মনে করেন দেশের মানুষের অকৃত্রিম ভালোবাসাই তার জন্য সবচেয়ে বড় পুরস্কার।

ইলিয়াস কাঞ্চন ২৪ ডিসেম্বর ১৯৫৬ সালে কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার আশুতিয়াপাড়া গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৭৭ সালে সুভাষ দত্ত পরিচালিত ‘বসুন্ধরা’র মাধ্যমে চলচ্চিত্রে আসেন। এরপর একের পর এক সাড়া জাগানো চলচ্চিত্র উপহার দেন।

স্ত্রীর বিয়োগান্তক মৃত্যুর শোককে শক্তিতে রূপান্তরিত করে কাঞ্চন ২৩ বছর আগে গড়ে তোলেন ‘নিরাপদ সড়ক চাই’ শীর্ষক সামাজিক আন্দোলন। পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয় এ স্লোগানে তিনি নিরবচ্ছিন্ন ছুটে বেড়াচ্ছেন পথে-ঘাটে-প্রান্তরে। জনসচেতনতা তৈরিতে তার এ প্রয়াস এখন সারা বিশ্বে রোল মডেল। ইলিয়াস কাঞ্চন বিশ্বস্বাস্থ্য সংস্থা, এডিবি, বিশ্বব্যাংক, সাউথ এশিয়ান রোড সেফটি ম্যানেজমেন্ট কমিটির একজন কনসালট্যান্ট ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞ ও স্পেশালাইজড প্রশিক্ষক। তিনি রোটারি ইন্টারন্যাশনালের শুভেচ্ছা দূতও।

শিক্ষাক্ষেত্রেও ইলিয়াস কাঞ্চনের অবদান কম নয়। পাবনার সুজানগরে গড়ে তুলেছেন জাহানারা কাঞ্চন উচ্চ বিদ্যালয়। নিজ এলাকা করিমগঞ্জে প্রতিষ্ঠা করেছেন মাদ্রাসা ও এতিমখানা।

ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয়ভাবে অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করেছে। এছাড়া সারা দেশে ও বিদেশে নিসচার ১২০টি শাখা সংগঠনের মাধ্যমে ইলিয়াস কাঞ্চনের জন্মদিনে নানা কর্মসূচি পালিত হবে।