প্রিন্ট করুন প্রিন্ট করুন

৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে ‘আমার প্রেম আমার প্রিয়া’

শোবিজ ডেস্ক: আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে চিত্রনায়িকা পরীমনি অভিনীত চলচ্চিত্র ‘আমার প্রেম আমার প্রিয়া’। তরুণ নির্মাতা শামীমুল ইসলাম শামীম পরিচালিত এ চলচ্চিত্রে পরীমনির বিপরীতে অভিনয় কায়েস আরজু। অনেক আগেই এর নির্মাণকাজ শেষ হয়েছে। গত বছর সিনেমাটি মুক্তি দেওয়ার কথা থাকলেও বিভিন্ন কারণে মুক্তির মিছিল থেকে সরে দাঁড়ায়। এবার সব সংশয় কাটিয়ে আগামী ৮ ফেব্রুয়ারি মুক্তি পাচ্ছে সিনেমাটি। এসব তথ্য জানিয়েছেন পরিচালক শামীমুল। এ প্রসঙ্গে পরিচালক শামীমুল ইসলাম শামীম বলেন, ‘আমার প্রেম আমার প্রিয়া’ সিনেমাটির শুটিং অনেক আগেই শেষ করেছি। গত বছর সিনেমাটি মুক্তি দিতে চেয়েছিলাম কিন্তু বিভিন্ন কারণে তা আর হয়ে উঠেনি।’ তিনি আরও বলেন, ‘সিনেমাটি বিনা কর্তনে ছাড়পত্র পেয়েছে। আগামী ৮ ফেব্রুয়ারি এটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। সিনেমাটিতে কমেডি, রোমান্সসহ বেশকিছু ভালো লাগার দৃশ্য রয়েছে। আশা করছি, আরজু-পরী অভিনীত সিনেমাটি দর্শক খুব ভালোভাবে নিবেন।’ ওয়ান স্টার ইন্টারন্যাশনাল মুভিজের ব্যানারে মোজাম্মেল হক খানের প্রযোজনায় এ সিনেমায় গান থাকছে মোট ছয়টি।