প্রিন্ট করুন প্রিন্ট করুন

 অস্কার: সেরা সিনেমা মুনলাইট

 

শোবিজ ডেস্ক: চলচ্চিত্র জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের (একাডেমি অ্যাওয়ার্ড) ৮৯তম আসরের বিজয়ী তালিকা ঘোষণা করা হয়েছে। অস্কারে সর্বাধিক ১৪টি মনোনয়নের মধ্যে ৬টিতে সেরা হয়েছে হলিউডের সংগীতনির্ভর কমেডি রোমান্টিক সিনেমা ‘লা লা ল্যান্ড’।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ২৬ ফেব্রুয়ারি (বাংলাদেশ সময় ভোর সাড়ে ৬টা) বসেছিল এ আসর। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন জিমি কিমেল। প্রতিবারের মতো এবারও ২৪টি বিভাগে পুরস্কার দিয়েছে একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস। এবারের অস্কার বিজয়ীদের তালিকাÑ

সেরা সিনেমা মুনলাইট: এবার সেরা সিনেমা হিসেবে অস্কার জিতে নিয়েছে ‘মুনলাইট’। ‘লা লা ল্যান্ড’ রাজ্যে মুনলাইটের জয়! এটাকে কম বাজেটের ছবির অস্কার জয়ও বলা যেতে পারে। ভেলকিটা বেশ ভালোই দেখা গেলো অস্কারের সেরা ছবির ঘোষণায়। প্রথমে অনেকের প্রত্যাশিত ‘লা লা ল্যান্ড’ ছবিকে জয়ী ঘোষণা করেও পরে তা শোধরানো হয়। সেরা হিসেবে ঘোষণা করা হয় ‘মুনলাইট’-এর নাম।

আগে থেকেই বলা হচ্ছিল, লা লা ল্যান্ডের সঙ্গে বেশ ভালোই প্রতিদ্বন্দ্বিতা করবে মুনলাইট ছবিটি। কেবল প্রতিদ্বন্দ্বিতা নয়, সেরা ছবি হিসেবে ‘লা লা ল্যান্ড’কে হারিয়েই দিলো ‘মুনলাইট’! ছবিটির গল্প বলার ধরন হলিউডের অন্য সিনেমাগুলো থেকে আলাদা। গতানুগতিক নয় একেবারেই। এতে মূলত উঠে এসেছে একটি কৃষ্ণাঙ্গ বালকের শৈশব থেকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত প্রতিদিনের সংগ্রাম। তাই লা লা ল্যান্ডের আধিপত্যের বড় বাধা হয়ে দাঁড়ায় ব্যারি জেন?কিন্স পরিচালিত এ ছবিটি।

সেরা পরিচালক: ড্যামিয়েন শ্যাজেল (লা লা ল্যান্ড), সেরা অভিনেত্রী: এমা স্টোন (লা লা ল্যান্ড), সেরা অভিনেতা: ক্যাসি অ্যাফ্লেক (ম্যানচেস্টার বাই দ্য সি), সেরা পার্শ্ব-অভিনেত্রী: ভায়োলা ডেভিস (ফেন্সেস), সেরা পার্শ্ব-অভিনেতা: মাহারশালা আলি (মুনলাইট), সেরা চিত্রনাট্য (মৌলিক): ম্যানচেস্টার বাই দ্য সি (কেনেথ লনারগ্যান), সেরা চিত্রনাট্য (রূপান্তর): মুনলাইট (ব্যারি জেনকিন্স ও অ্যালভিন ম্যাকক্রেনি), বিদেশি ভাষার চলচ্চিত্র: দ্য সেলসম্যান (ইরান), অ্যানিমেটেড সিনেমা: জুটোপিয়া।

স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড সিনেমা: পাইপার, স্বল্পদৈর্ঘ্য সিনেমা: সিং, প্রামাণ্যচিত্র: ওজে: মেড ইন আমেরিকা, স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য হোয়াইট হেলমেটস, চিত্রগ্রহণ: লা লা ল্যান্ড (লাইনাস স্যান্ডগ্রেন), ভিজ্যুয়াল ইফেক্টস: দি জঙ্গল বুক, মৌলিক সুর সংযোজন: লা লা ল্যান্ড (জাস্টিন হারউইৎজ), মৌলিক গান: সিটি অব স্টারস (লা লা ল্যান্ড; জাস্টিন হারউইৎজ, বেঞ্জ পাসেক ও জাস্টিন পল), সম্পাদনা: হ্যাকসো রিজ (জন গিলবার্ট), শিল্প নির্দেশনা: লা লা ল্যান্ড (ডেভিড ওয়াসকো ও স্যান্ডি রিনোল্ডস-ওয়াসকো), শব্দ সম্পাদনা: অ্যারাইভাল (সিলভেইন বেলেমেয়ার), শব্দমিশ্রণ: হ্যাকসো রিজ (কেভিন ও’কনেল, অ্যান্ডি রাইট, রবার্ট ম্যাকেঞ্জি, পিটার গ্রেস), পোশাক পরিকল্পনা: ফ্যান্টাস্টিক বিস্টস অ্যান্ড হোয়্যার টু ফাইন্ড দেম (কলিন অ্যাটউড), রূপ ও চুলসজ্জা: সুইসাইড স্কোয়াড (আলেসান্ড্রো বার্তোলেজ্জি, জিওর্জিও গ্রেগরিনি, ক্রিস্টোফার নেলসন)।