Print Date & Time : 16 January 2026 Friday 12:00 am

অক্টোবর থেকে হেলসিঙ্কিতে এমিরেটসের দৈনিক ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক: এমিরেটস এয়ারলাইন আগামী ১ অক্টোবর ২০২৬ থেকে হেলসিঙ্কি ও দুবাইয়ের মধ্যে নিরবচ্ছিন্ন দৈনিক ফ্লাইট চালু করতে যাচ্ছে। এর মাধ্যমে ফিনল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রথমবারের মতো সরাসরি আকাশপথ সংযোগ স্থাপিত হবে।

এই রুটে এমিরেটস তাদের সর্বাধুনিক এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজ ব্যবহার করবে। ফ্লাইটে যাত্রীদের জন্য থাকবে প্রিমিয়াম ইকোনমি কেবিনসহ আধুনিক অনবোর্ড সুবিধা। ফ্লাইটের সময়সূচি এমনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে এশিয়া, মধ্যপ্রাচ্য, আফ্রিকা, ভারত মহাসাগরীয় অঞ্চল, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডসহ এমিরেটসের বিশ্বব্যাপী নেটওয়ার্কে যাত্রীরা সহজ ও সুবিধাজনক সংযোগ উপভোগ করতে পারেন।

এমিরেটসের ডেপুটি প্রেসিডেন্ট ও চিফ কমার্শিয়াল অফিসার আদনান কাজিম জানান, ব্যাপক যাত্রী চাহিদার পরিপ্রেক্ষিতেই এই নতুন রুট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, পর্যটন, বাণিজ্য ও ব্যবসার গন্তব্য হিসেবে ফিনল্যান্ডের আকর্ষণ দিন দিন বাড়ছে এবং এই রুট চালুর মাধ্যমে দেশটির সম্ভাবনাগুলো আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হবে।

ফিনল্যান্ডের অর্থনীতিতে পর্যটন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে প্রায় ৫০ লাখ আন্তর্জাতিক পর্যটক ভ্রমণ করেছেন। ভ্রমণবিষয়ক আন্তর্জাতিক প্রতিষ্ঠান লোনলি প্ল্যানেট ২০২৬ সালের ‘মাস্ট-ভিজিট’ ট্রাভেল ডেস্টিনেশন হিসেবে ফিনল্যান্ডকে মনোনীত করেছে। সারা বছরজুড়ে দেশটির আকর্ষণের মধ্যে রয়েছে নর্দান লাইটস দর্শন, মিডনাইট সান, বিস্তৃত ন্যাশনাল পার্ক এবং বৈচিত্র্যময় বন্যপ্রাণী। রাজধানী হেলসিঙ্কি আধুনিক নগরজীবন ও প্রকৃতি-ঘনিষ্ঠ সংস্কৃতির অপূর্ব সমন্বয়ের কারণে বিশ্বের সবচেয়ে সুখী শহরগুলোর একটি হিসেবে নিয়মিতভাবে তালিকাভুক্ত হচ্ছে।

পর্যটনের পাশাপাশি নতুন এই রুট সংযুক্ত আরব আমিরাত ও ফিনল্যান্ডের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক সম্পর্ককেও আরও শক্তিশালী করবে বলে আশা করা হচ্ছে। এমিরেটস স্কাইকার্গো জানায়, এই রুটে ওষুধ, ইলেকট্রনিকস, যন্ত্রপাতি, সহজে পচনযোগ্য পণ্য এবং উচ্চমূল্যের মালামাল পরিবহন করা হবে। প্রতিটি ফ্লাইটের বেলিহোল্ডে সর্বোচ্চ ১৬ টন কার্গো বহনের সক্ষমতা থাকবে।

এয়ারবাস এ৩৫০ উড়োজাহাজটিতে তিনটি কেবিন—বিজনেস, প্রিমিয়াম ইকোনমি ও ইকোনমি—মোট ২৯৮ জন যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে। কম শব্দযুক্ত কেবিন, উন্নত প্রযুক্তি ও যাত্রীস্বাচ্ছন্দ্যের জন্য এই বিমানটিকে এমিরেটসের বহরে অন্যতম আধুনিক সংযোজন হিসেবে বিবেচনা করা হচ্ছে।