নিজস্ব প্রতিবেদক: বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড গত শুক্রবার ঢাকার আলোকিতে আনুষ্ঠানিকভাবে প্রদর্শন করেছে ‘হারিয়ে গিয়েছি’ বাই বার্জার ইলিউশন্স — একটি অভিনব ইলিউশন প্রদর্শনী। সন্ধ্যা ৬টা ৩০ মিনিট থেকে শুরু হওয়া এই আয়োজনে কল্পনা, সৃজনশীলতা এবং সুন্দর ইন্টেরিয়র ডিজাইনের অভিনব দিকগুলো তুলে ধরা হয়।
এই প্রদর্শনীতে বিশেষভাবে উপস্থাপন করা হয় বার্জার ইলিউশন্স-এর কিছু অনন্য নকশা, যা তৈরি হয়েছে দেশের তিনজন পরিচিত সৃজনশীল ব্যক্তিত্বের সঙ্গে যৌথভাবে। তারা হলেন—স্থপতি ও অভিনেত্রী অপি করিম, ফ্যাশন ডিজাইনার সারা করিম এবং সংগীতশিল্পী ও শিল্পী অর্ণব।
এসব ইলিউশন দেখিয়েছে, কীভাবে রঙ ও নকশার সঠিক ব্যবহার ঘরের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তুলতে পারে এবং মানুষের মন ভালো রাখতে সহায়তা করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সরকারের বিভিন্ন পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ব্যক্তিত্বরা। এ সময় আরও উপস্থিত ছিলেন বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক রূপালী চৌধুরী, চিফ বিজনেস অফিসার এ কে এম সাদেক নওয়াজ এবং চিফ মার্কেটিং অফিসার সালাহউদ্দিন তারেক।
‘হারিয়ে গিয়েছি’ ক্যাম্পেইনটি কল্পনা ও চিন্তার জগতে হারিয়ে যাওয়ার সেই বিশেষ মুহূর্তকে তুলে ধরে, যেখানে সুন্দর ও পরিকল্পিত ইন্টেরিয়র মানুষের মনকে শান্ত রাখে, সৃজনশীলতা বাড়ায় এবং দৈনন্দিন জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। এখানে ‘হারিয়ে গিয়েছি’শুধুই হারিয়ে যাওয়ার অনুভূতি নয়, বরং রঙ ও কল্পনার মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাওয়ার গল্প।
অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে রূপালী চৌধুরী বলেন, ‘‘হারিয়ে গিয়েছি’ ক্যাম্পেইনের মাধ্যমে বার্জার রঙকে শুধু দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ রাখেনি। আমরা বিশ্বাস করি, সুন্দর ইন্টেরিয়র মানুষের মন ভালো রাখতে এবং জীবনকে আরও আনন্দময় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।’
এই আয়োজনের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে বার্জার প্রিভিলেজ কার্ড। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরাই এই কার্ডের প্রথম গ্রাহক হন। এই কার্ডের মাধ্যমে গ্রাহকরা বার্জার এক্সপেরিয়েন্স জোন-এর বিভিন্ন সেবায় বিশেষ মূল্যছাড় ও আরো কিছু বিশেষ সুবিধা উপভোগ করতে পারবেন। ভবিষ্যতে এতে বার্জারের বিভিন্ন অংশীদার প্রতিষ্ঠানের সুবিধাও যুক্ত হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রদর্শিত হয় ক্যাম্পেইনের ভিডিও কনটেন্ট ।
এতে অপি করিম, সারা করিম এবং অর্ণবকে নিয়ে অর্ণবের নতুনভাবে তৈরি করা জনপ্রিয় গান ‘হারিয়ে গিয়েছি’ ব্যবহার করা হয়। এই ক্যাম্পেইনের মাধ্যমে বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড সৃজনশীলতা, নতুন ভাবনা এবং মানুষের মানসিক স্বাচ্ছন্দ্যকে গুরুত্ব দেওয়ার অঙ্গীকার আরও একবার তুলে ধরলো।
