পটুয়াখালী নিজস্ব সংবাদদাতা, ২৬ আগষ্ট ॥
অবশেষে পটুয়াখালীর জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনকে বদলী করা হয়েছে। তার স্থলে পদায়ন করা হয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে। সোমবার (২৫ আগষ্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
আগষ্টের পট পরিবর্তনের পর পটুয়াখালীতে নিয়োগ পাওয়া জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের বিভিন্ন কার্যক্রম একের পর এক
সমালোচনার সৃষ্টি হয়। তার বিভিন্ন নেতিবাচক কর্মকান্ড ও পক্ষপাতমূলক আচারন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা, রাজনৈতিক
মহলে নানা প্রশ্নের সৃষ্টি হয়। জেলা প্রশাসকের পক্ষপাত মূলক আচারনের অভিযোগে রাজনৈতিক সংগঠনের মধ্যে পাল্টা পাল্টি কর্মসূচি ও পালিত হয়। প্রকাশ্য রাজনৈতিক সভা-সমাবেশে জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের বদলীসহ শাস্তি মূলক ব্যবস্থা গ্রহণের দাবী জানান গণ অধিকার পরিষদ এর সভাপতি ভিপি নরুল হক নূর। গত জুন মাসে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ডিসি আবু হাসনাত মোহাম্মদ আরেফীনের প্রত্যাহারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করে ভিপি নূরুল হক নূর এর বাংলাদেশ ছাত্র
অধিকার পরিষদ পটুয়াখালী জেলা শাখার নেতৃবৃন্দ। অপরদিকে এসময় জেলা প্রশাসককে নির্দোষ ও স্বচ্ছ দাবি করে মানববন্ধন কর্মসূচীও পালন করে বিএনপির একধিক অঙ্গসহযোগী-সংগঠনের নেতাকর্মীরা।
অবশেষে সোমবার (২৫ আগষ্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ৬ জেলার জেলা প্রশাসককে বদলী ও পদায়ন করা হয়। এর মধ্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপসচিব ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীকে পটুয়াখালীর জেলা প্রশাসক হিসেবে পদায়ন করে পটুয়াখালীর জেলা প্রশাসককে কুষ্টিয়ায় বদলি করা হয়। পটুয়াখালীর জেলা প্রশাসকের বদলির খবরে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক মহলে চলছে নানা আলোচনা সমালোচনা।

Print Date & Time : 27 August 2025 Wednesday 5:04 am
অবশেষে পটুয়াখালীর জেলা প্রশাসক বদলি
সারা বাংলা ♦ প্রকাশ: