Print Date & Time : 15 November 2025 Saturday 9:39 pm

অভিযোগ তদন্তে গিয়ে হামলার শিকার তিন পুলিশ

শেয়ার বিজ ডেস্ক : ফেনীর পরশুরামে একটি অভিযোগের তদন্তে গেলে এক উপ-পরিদর্শকসহ (এসআই) হামলার শিকার হয়েছেন তিন পুলিশ সদস্য।

শুক্রবার (১৪ নভেম্বর) সকাল প্রায় ১০টার দিকে পরশুরাম পৌরসভার দক্ষিণ কোলাপাড়া এলাকার গুনাগাজী মজুমদার বাড়িতে এ ঘটনা ঘটে।

হামলায় আহতদের মধ্যে রয়েছেন পরশুরাম মডেল থানার উপ-পরিদর্শক মুন্না দে, কনস্টেবল নাজমুল ইসলাম এবং রুহুল আমিন।

পুলিশ সূত্রে জানা গেছে, দক্ষিণ কোলাপাড়ার গুনাগাজী মজুমদার বাড়ির নাসির উদ্দিনের স্ত্রী শেফালি আক্তার পারিবারিক বিরোধ এবং মারধরের অভিযোগে তার প্রতিবেশী বনবিভাগের উপজেলা রেঞ্জ অফিসের কর্মচারী ফারুক মিয়া, তার ছেলে যুবদল নেতা রাজিব মজুমদার এবং পৌর ৫ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব এমাম হোসেন ফয়সালের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন।

অভিযোগের তদন্তে তিন পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইতেই তাদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন ফারুক। কথা-কাটাকাটির একপর্যায়ে ফারুক ও তার ছেলেরা পুলিশকে ‘তোরা গুন্ডা নাকি’ বলে লাঠি ও ছুরি নিয়ে তাদের ওপর হামলা চালায়।

হামলায় কনস্টেবল নাজমুল ইসলামের পিঠে ছুরিকাঘাত করা হয়। পাশাপাশি পুলিশ সদস্যদের পোশাক ছিঁড়ে ফেলা ও তাদের অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়। খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে আহতদের উদ্ধার করে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

আহত উপ-পরিদর্শক মুন্না দে বলেন, থানায় করা একটি অভিযোগের প্রেক্ষিতে তদন্তে গেলে বিনা উস্কানিতে আমাদের ওপর হামলা করা হয়েছে। হামলায় জড়িত ফয়সাল ও রাজিবের বিরুদ্ধে মাদকের সঙ্গে জড়িত থাকারও অভিযোগ রয়েছে।

এ বিষয়ে ‎পরশুরাম মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হাকিম বলেন, পুলিশের ওপর হামলা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অভিযুক্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রক্রিয়া চলছে।

এস এস/