শেয়ার বিজ ডেস্ক : অস্ট্রেলিয়ায় ইহুদি সম্প্রদায়কে লক্ষ্য করে সংঘটিত হামলার অভিযোগে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে ক্যানবেরা সরকার। প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ ঘোষণা করেছেন, এসব ঘটনার জন্য দায়ী করে অস্ট্রেলিয়ায় নিযুক্ত ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা হয়েছে। খবর-আল জাজিরা।
গতকাল মঙ্গলবার ক্যানবেরায় সংবাদ সম্মেলনে আলবানিজ বলেন, গত বছর সিডনি ও মেলবোর্নে সংঘটিত হামলাগুলো ছিল ‘একটি বিদেশি রাষ্ট্রের পরিকল্পিত ও বিপজ্জনক আগ্রাসী পদক্ষেপ।’ তিনি আরও বলেন, ‘এর উদ্দেশ্য ছিল অস্ট্রেলিয়ার সামাজিক সম্প্রীতি ধ্বংস করা। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এ কারণে অস্ট্রেলিয়া সরকার কঠোর ও দৃঢ় পদক্ষেপ নিচ্ছে।’ তিনি নিশ্চিত করেন, ইরানি রাষ্ট্রদূতকে বহিষ্কারের সিদ্ধান্ত আগেই জানানো হয়েছিল।
অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের তথ্যানুসারে, গত বছরের ১০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন রেস্তোরাঁয় এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের আদাস ইসরায়েল সিনাগগে আগুন ধরিয়ে দেয়া হয়। উভয় হামলায় হতাহতের ঘটনা না ঘটলেও বিপুল সম্পত্তি ক্ষতির মুখে পড়ে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, অস্ট্রেলিয়া তেহরানস্থিত দূতাবাস ইতোমধ্যেই বন্ধ করে দিয়েছে এবং সেখানে কর্মরত কূটনীতিকদের তৃতীয় দেশে সরিয়ে নেয়া হয়েছে। একই সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য আইন প্রণয়নের ঘোষণা দেন তিনি।
অস্ট্রেলিয়ান কর্তৃপক্ষের তথ্যানুসারে, গত বছরের ১০ অক্টোবর সিডনির লুইস কন্টিনেন্টাল কিচেন রেস্তোরাঁয় এবং ৬ ডিসেম্বর মেলবোর্নের আদাস ইসরায়েল সিনাগগে আগুন ধরিয়ে দেয়া হয়। উভয় হামলায় হতাহতের ঘটনা না ঘটলেও বিপুল সম্পত্তি ক্ষতির মুখে পড়ে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী জানান, অস্ট্রেলিয়া তেহরানস্থিত দূতাবাস ইতোমধ্যেই বন্ধ করে দিয়েছে এবং সেখানে কর্মরত কূটনীতিকদের তৃতীয় দেশে সরিয়ে নেয়া হয়েছে।
একই সঙ্গে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার জন্য আইন প্রণয়নের ঘোষণা দেন তিনি।

Discussion about this post