Print Date & Time : 9 September 2025 Tuesday 6:46 am

অস্ট্রেলিয়ার সিডনিতে হাঙরের আক্রমণে নিহত ১

শেয়ার বিজ ডেস্ক : অস্ট্রেলিয়ার সিডনির উপকূলে একটি ‘বড় হাঙরের’ আক্রমণে একজনের প্রাণহানি ঘটেছে। এ ঘটনার জেরে সমুদ্রসৈকত বন্ধ করে দেয়া হয়েছে। দেশটির পুলিশ গত শনিবার এ তথ্য জানিয়েছে।

অস্ট্রেলিয়ার সিডনি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, লং রিফ বিচ এলাকায় সার্ফিংয়ে গিয়ে এক ব্যক্তি হাঙরের হামলার কবলে পড়ার পর তাকে উদ্ধার করে আনা হয়, কিন্তু ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ জানিয়েছে, সিডনির উত্তরাঞ্চলে সৈকতে এক ব্যক্তি মারা গেছেন। তাকে বড় আকারের কোনো হাঙর কামড় দিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

সৈকত থেকে একটি সার্ফ বোর্ডের দুটি অংশ উদ্ধার করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

সিডনিতে ২০২২ সালে ব্রিটিশ ডাইভিং প্রশিক্ষক ৩৫ বছর বয়সী সাইমন নেলিস্ট ‘লিটল বে’তে হাঙরের আক্রমণে নিহত হওয়ার পর এই প্রথম এ ধরনের প্রাণঘাতী আক্রমণের খবর পাওয়া গেল।

তারও আগে ১৯৬৩ সালে সিডনিতে সৈকতে হাঙরের প্রাণঘাতী আক্রমণের ঘটনা ঘটেছিল।

হাঙরের সর্বশেষ হামলার পর ম্যানলি এবং নারাবিনের উত্তরাঞ্চলে প্রশান্ত মহাসাগরীয় সৈকতগুলো পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে।

সরকারি সংস্থা তারঙ্গা চিড়িয়াখানার তথ্যমতে, ২০২৫ সালে এটি অস্ট্রেলিয়ায় প্রাণঘাতী হাঙরের আক্রমণের চতুর্থ ঘটনা। এর আগে মার্চ মাসে পশ্চিম অস্ট্রেলিয়ার একটি দূরবর্তী সৈকতে অগভীর পানিতে সার্ফিং করার সময় এক সার্ফার হাঙরের আক্রমণে মারা যান। স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করে উপকূলীয় এলাকাগুলোয় নজরদারি জোরদার করেছে।