Print Date & Time : 19 July 2025 Saturday 9:28 pm

অস্বাভাবিক শেয়ারদর বৃদ্ধির কারণ জানে না স্টাইলক্রাফট

শেয়ার বিজ ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্টাইলক্রাফট লিমিটেডের শেয়ারদর অস্বাভাবিক বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই। সম্প্রতি কোম্পানিটির শেয়ারদর অস্বাভাবিক বৃদ্ধির কারণে ডিএসই’র পাঠানো নোটিশের জবাবে এ তথ্য জানিয়েছে কোম্পানি কর্তৃপক্ষ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, গত ১৭ জুন কোম্পানিটির শেয়ার দর ছিল ৫১ টাকা ১০ পয়সা। আর গত ১৬ জুলাই বাজার শেষে কোম্পানিটির শেয়ার দর ৭৩ টাকায় উন্নীত হয়েছে। অর্থাৎ ২০ কার্যদিবসে শেয়ারটির দর বেড়েছে ২১ টাকা ৯০।

এই দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই কর্তৃপক্ষ।

আরআর/