Print Date & Time : 15 November 2025 Saturday 7:36 pm

আইএমএফ ও এনসিপি নেতাদের গুরুত্বপূর্ণ আলোচনা

শেয়ার বিজ ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) এর মিশন টিমের সঙ্গে সৌজন্য ও নীতিগত আলোচনায় অংশগ্রহণ করেছে। বৈঠকটি অনুষ্ঠিত হয় শুক্রবার (১৪ নভেম্বর) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে। এনসিপির মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন এ তথ্য নিশ্চিত করেছেন।

বৈঠকে এনসিপির প্রতিনিধি দল আইএমএফকে ধন্যবাদ জানায় দেশের সংকটময় সময়ে সমর্থন প্রদানের জন্য। দলটির মতে, জরুরি সংস্কারগুলো টেকসই উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা বাস্তবায়নের জন্য স্পষ্ট রোডম্যাপ তৈরি করা প্রয়োজন।

আইএমএফ বৈঠকে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি, রাজস্ব আহরণ, রাজস্ব-জিডিপি অনুপাত, ডিস্ট্রেসড অ্যাসেট এবং যুব কর্মসংস্থান বিষয়ে উদ্বেগ প্রকাশ করে। এনসিপি প্রতিনিধিরা এসব চ্যালেঞ্জ স্বীকার করে বলেন, তারা রাজস্ব ডিজিটালাইজেশন, আর্থিক খাতের চলমান সংস্কারকে সমর্থন করে চলেছেন এবং অর্থনৈতিক অগ্রগতির প্রতি প্রতিশ্রুতিবদ্ধ।

সভায় আলোচনা হয়, পূর্ববর্তী সরকারের ‘ক্লেপ্টোক্রেসি’ বা দুর্নীতির সূচনা, তার অর্থনীতি ও প্রশাসনের ওপর প্রভাব এবং ভবিষ্যতে এমন দুর্নীতি রোধের জন্য প্রয়োজনীয় কাঠামোগত সংস্কারের বিষয়ে। এছাড়া অনানুষ্ঠানিক অর্থনীতি কমানো, সুশাসন ও স্বচ্ছতা নিশ্চিত করা এবং অন্তর্বর্তী সরকার থেকে নির্বাচিত সরকারের কাছে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিষয়েও আলাপ হয়।

উভয় পক্ষ আশা প্রকাশ করে, বাংলাদেশের কঠোর পরিশ্রমী জনগণই দেশের উন্নয়নের মূল চালিকা শক্তি এবং জনগণের সম্মিলিত মেধা ও শ্রমের মাধ্যমে দেশ আরও সহনশীল ও স্থিতিশীল অর্থনীতির দিকে এগোবে।

আইএমএফের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন- বাংলাদেশ মিশন চিফ ক্রিস পাপাজর্জিউ, ঢাকা রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ ম্যাক্সিম ক্রিশকো এবং ডেপুটি সেক্রেটারি ও ইকোনমিক অ্যানালিস্ট তৌহিদ এলাহি।

এনসিপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন- যুগ্ম আহ্বায়ক জাবেদ রাসিন, আন্তর্জাতিক সম্পর্ক সেল প্রধান সুলতান মোহাম্মদ জাকারিয়া, যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ, শিল্প ও বাণিজ্য সেল সংগঠক আব্দুল্লাহ আল মামুন ফয়সাল এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল্লাহ আল ফয়সাল।

এস এস/