শেয়ার বিজ ডেস্ক : সম্পদ ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড পরিচালিত বে-মেয়াদি মিউচুয়াল ফান্ড (Open-end Mutual Fund) আইডিএলসি ইনকাম ফান্ডের ইউনিটহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আলোচিত বছরের জন্য ইউনিটহোল্ডাররা ৭ শতাংশ হারে নগদ লভ্যাংশ পাবেন। গত ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরের বিপরীতে লভ্যাংশ ঘোষণা করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিত আইডিএলসি ইনকাম ফান্ডের ট্রাস্টি কমিটির বৈঠকে সর্বশেষ হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।
আইডিএলসি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড সূত্রে এই তথ্য জানা গেছে।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে যেসব বিনিয়োগকারীর কাছে আইডিএলসি ইনকাম ফান্ডের ইউনিট ছিল, তারা ঘোষিত লভ্যাংশ পাওয়ার জন্য যোগ্য হবেন।
সূত্র অনুসারে, ৩০ জুন, ২০২৫ তারিখে সমাপ্ত হিসাববছরে আইডিএলসি ইনকাম ফান্ডের প্রতি ইউনিটের বিপরীতে নিট আয় হয়েছে ৯৭ পয়সা। এ সময়ে ইউনিট প্রতি ক্যাশফ্লো ছিল ১ টাকা ৫ পয়সা।
গত ৩০ জুন, ২০২৫ তারিখে বাজারমূল্যে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য ১১ টাকা ৫৩ পয়সা।
আরআর/

Discussion about this post