শেয়ার বিজ ডেস্ক : স্কুলের ক্লাস চলাকালীন মোবাইল ফোন ও স্মার্ট ডিভাইস ব্যবহার নিষিদ্ধ করে আইন পাস করেছে দক্ষিণ কোরিয়া। শিশু ও কিশোর-কিশোরীদের মধ্যে ফোন ব্যবহার সীমিত করার ক্ষেত্রে সর্বশেষ দেশ হিসেবে এই পদক্ষেপ নিল দেশটি। খবর- বিবিসি।
আইনটি ২০২৬ সালের মার্চে শুরু হওয়া শিক্ষাবর্ষ থেকে কার্যকর হবে। শিক্ষার্থীদের মধ্যে স্মার্টফোন আসক্তি কমানো, পড়াশোনা, সামাজিক জীবন ও মানসিক বিকাশে মনোযোগ বাড়ানোর উদ্দেশ্যে আইনটি প্রণীত হয়েছে। বুধবার বিকালে বিলটি পাস হয়। পার্লামেন্টে উপস্থিত ১৬৩ সদস্যের মধ্যে ১১৫ জন বিলের পক্ষে ভোট দেন।
আইনপ্রণেতা ও অভিভাবকরা বলছেন, দক্ষিণ কোরিয়ার ১০ থেকে ১৯ বছর বয়সী প্রায় ৪৩ শতাংশ শিক্ষার্থী স্মার্টফোনের ওপর অতিরিক্ত নির্ভরশীল। অভিভাবকরা উদ্বিগ্ন যে, সামাজিক মাধ্যমে বুলিং, ভিডিও স্ক্রলিং, অন্যান্য ডিজিটাল ব্যস্ততা শিক্ষার্থীদের পড়াশোনা ও সামাজিক বিকাশে ব্যাঘাত ঘটাচ্ছে। কিন্তু এটি শুধুই শিশুদের সমস্যা নয়। ২০২৪ সালের সরকারি সমীক্ষা অনুযায়ী, দেশের মোট জনসংখ্যার প্রায় এক-চতুর্থাংশই অত্যধিক ডিভাইস নির্ভরশীল।
দক্ষিণ কোরিয়ার বেশিরভাগ স্কুল ফোন ব্যবহারে বিধিনিষেধ মেনে চলত। এবার আইন সারা দেশে বাধ্যতামূলক হবে। তবে প্রতিবন্ধী বা বিশেষ শিক্ষার প্রয়োজনীয়তায় শিক্ষার্থীরা সহায়ক ডিভাইস ব্যবহার করতে পারবে।
তবে এ আইনের সমালোচকও রয়েছে, যাদের বেশির ভাগই শিক্ষার্থী। আইনটি কীভাবে কাজ করবে, এর বিস্তৃত প্রভাব কী, এটি আসলেই ডিভাইস আসক্তির মূল কারণের সমাধান কি না এ নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। শিক্ষকদের মধ্যেও আইনটি নিয়ে মতভেদ রয়েছে।