নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্লোবাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অবশিষ্ট অর্থ এসএমই মার্কেটে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি আইপিও’র ৩১ লাখ ৯৮ হাজার ৩২ টাকা এসএমই মার্কেটে বিনিয়োগ করবে।
ব্যাংকটি শেয়ারহোল্ডারদের এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমতি সাপেক্ষে আইপি’ওর অর্থ এসএমই মার্কেটে বিনিয়োগ করতে পারবে।
আইপিও’র অবশিষ্ট অর্থ ব্যবহারের জন্য ২০২৬ সালের ৯ নভেম্বর পরযন্ত ২৪ মাস সময় বৃদ্ধি করা হয়েছে।
গ্লোবাল ইসলামী ব্যাংকের শেয়ারহোল্ডার ও বিএসইসির অনুমতি সাপেক্ষে এই সিদ্ধান্ত গৃহীত হবে।

Discussion about this post