নিজস্ব প্রতিবেদক: ভবিষ্যতের পথে আরেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল আইপিডিসি ফাইন্যান্স পিএলসি। প্রতিষ্ঠানটি তাদের অফিসিয়াল গাড়ি বহরে যুক্ত করেছে অত্যাধুনিক প্লাগ-ইন হাইব্রিড ইলেকট্রিক ভেহিকল (পিএইচইভি) বিওয়াইডি সিলায়ন ৬। চলতি বছরের শুরুতে কর্পোরেট হেড অফিসে ইভি চার্জিং স্টেশন স্থাপনের পর এই উদ্যোগ আইপিডিসির পরিবেশবান্ধব কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে এবং টেকসই মোবিলিটির লক্ষ্যে নতুন মাত্রা যোগ করেছে।
আইপিডিসি ফাইন্যান্স পিএলসি ও বিওয়াইডি বাংলাদেশের এই অংশীদারিত্ব দেশের পরিচ্ছন্ন, জ্বালানি-সাশ্রয়ী ও আধুনিক পরিবহন ব্যবস্থার বিকাশে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে এটি জীবাশ্ম জ্বালানির দায়িত্বশীল ব্যবহার নিশ্চিত করতে সহায়তা করবে, যা বাংলাদেশের পরিবর্তনশীল যানবাহন ইকোসিস্টেমকে আরও পরিবেশবান্ধব করে তুলবে।
আইপিডিসি ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক রিজওয়ান দাউদ সামস বলেন, ‘আমাদের কাছে টেকসই উন্নয়ন কেবল প্রতিশ্রুতি নয়, আমরা বিষয়টি মনেপ্রাণে ধারণ করি। গাড়ি বহরে বিওয়াইডি সিলায়ন ৬ পিএইচইভি যুক্ত করা জ্বালানি দক্ষতা বাড়ানো এবং জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর একটি কার্যকর উদ্যোগ। এই অংশীদারিত্ব অন্য প্রতিষ্ঠানগুলোকেও পরিবেশবান্ধব সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করবে বলে আমরা আশা করি।’
বিওয়াইডি বাংলাদেশের হেড অফ সেলস ফাহমিদ ফেরদৌস বলেন, ‘আইপিডিসির সঙ্গে এই সহযোগিতায় আমরা অত্যন্ত আনন্দিত। বিশ্বব্যাপী পরিবেশবান্ধব পরিবহনের প্রসারই বিওয়াইডির মূল লক্ষ্য। আইপিডিসির মতো শীর্ষ প্রতিষ্ঠান পিএইচইভি প্রযুক্তি গ্রহণ করায় বাংলাদেশেও পরিবহন খাতে ইতিবাচক পরিবর্তনের প্রতিশ্রুতি আরও দৃঢ় হচ্ছে।’
বিশ্বের অন্যতম শীর্ষ পিএইচইভি মডেল গাড়ি বহরে যুক্ত করে আইপিডিসি প্রমাণ করেছে যে তারা দেশের পরিবর্তনশীল পরিবহন চাহিদা অনুযায়ী জ্বালানি-সাশ্রয়ী সমাধানে সম্পূর্ণ প্রস্তুত। এর আগে মার্সিডিজ-বেঞ্জ বাংলাদেশের সঙ্গে সহযোগিতা এবং গুলশানে ইভি চার্জিং স্টেশন চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি ইভি অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
ভবিষ্যতেও উদ্ভাবন, দায়িত্বশীল আর্থিক অনুশীলন এবং পরিবেশবান্ধব প্রযুক্তিতে বিনিয়োগের মাধ্যমে ইতিবাচক পরিবেশগত প্রভাব সৃষ্টিতে আইপিডিসি অঙ্গীকারবদ্ধ থাকবে।
প্রিন্ট করুন









Discussion about this post