শেয়ার বিজ ডেস্ক : অ্যাপল ভক্তদের জন্য সুখবর, আসন্ন আইফোন ১৮ সিরিজের সব মডেলেই থাকছে উন্নতমানের সেলফি ক্যামেরা। মার্কিন আর্থিক প্রতিষ্ঠান জেপি মর্গান-এর বিশ্লেষকদের সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, আইফোন ১৮ সিরিজে থাকবে ২৪ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা বর্তমান ১৮ মেগাপিক্সেল ক্যামেরার তুলনায় আরও উন্নত মানের হবে।
আগের গুজবে বলা হয়েছিল, এই ক্যামেরা প্রযুক্তি আইফোন ১৭ সিরিজেই যুক্ত হবে, তবে তা স্থগিত থেকে এবার বাস্তবে রূপ পাচ্ছে আইফোন ১৮ সিরিজে। এর পাশাপাশি, প্রো ও প্রো ম্যাক্স সংস্করণে থাকবে ছোট আকারের হোল-পাঞ্চ ডিজাইন এবং ডিসপ্লের নিচে ফেস আইডি প্রযুক্তি।
এছাড়া অ্যাপলের বহুল প্রতীক্ষিত আইফোন ফোল্ড মডেলেও থাকবে ডিসপ্লের নিচে ২৪ মেগাপিক্সেল ক্যামেরা। তবে আইফোন ১৭ই ও আইফোন ১৮ই মডেল দুটি থাকবে আগের মতোই ১২ মেগাপিক্সেল ক্যামেরায়।
প্রতিবেদন অনুযায়ী, আইফোন এয়ার ২, আইফোন ১৮ প্রো এবং আইফোন ১৮ প্রো ম্যাক্স আগামী সেপ্টেম্বরেই বাজারে আসবে, আর আইফোন ১৮ ও আইফোন ১৮ই প্রকাশ পাবে ২০২৭ সালের বসন্তে।
এস এস/
প্রিন্ট করুন











Discussion about this post