নিজস্ব প্রতিবেদক : আগামী তিন মাস দেশের অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তার মতে, অন্তর্বর্তী সরকার দায়িত্ব না নিলে দেশের অবস্থা আরও খারাপ হতে পারত। বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের ফলে মুদ্রাস্ফীতি ১৪ শতাংশ থেকে ৮ শতাংশে নেমে এসেছে এবং এটি আরও কমবে।
গতকাল রোববার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) আয়োজিত নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এমন কথা বলেন অর্থ উপদেষ্টা।
দেশের অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সৃষ্ট হতাশা প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, অর্থনীতি ধ্বংস হয়ে যায়নি, বরং পরিস্থিতির উন্নতি হয়েছে। আগস্ট মাসে অর্থনৈতিক অবস্থা কঠিন ছিল, কিন্তু আমরা ভেতরের অবস্থা জানি। ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ বেড়েছে, এক্সপোর্টও বাড়ছে। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব হলো অর্থনৈতিক কাঠামোটি সুসংহত করা, যাতে আগামী সরকার দায়িত্ব নিয়ে এটিকে আরও উন্নত করতে পারে।
তিনি বলেন, সাংবাদিকরা ‘জনগণের কণ্ঠ’। দেশের চলমান ক্রান্তিকালে সঠিক তথ্য সরবরাহ করে জনগণের পাশে থাকা সাংবাদিকদের জন্য অত্যন্ত জরুরি। তাদের পরিবেশিত সংবাদ দেশের আর্থসামাজিক উন্নয়ন ও বিশ্ব প্রেক্ষাপটে অত্যন্ত মূল্যবান। সাংবাদিকরা তাৎক্ষণিক সমস্যাগুলো তুলে ধরলে দ্রুত সমাধান করা সম্ভব হয়।
সাংবাদিকদের সমালোচনার পাশাপাশি সরকারের ভালো কাজগুলোও তুলে ধরার অনুরোধ জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, আপনারা গঠনমূলক পরামর্শ দিয়ে সরকারকে আরও সুশৃঙ্খল ও জবাবদিহিমূলক কাজ করতে সহায়তা করবেন, যাতে বাংলাদেশ অর্থনৈতিক ও সামাজিক উভয় ক্ষেত্রেই দ্রুত এগিয়ে যায়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। শুভেচ্ছা বক্তব্য দেন সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল। বক্তব্য রাখেন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড জুরি বোর্ড চেয়ারম্যান ও দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস সম্পাদক শামসুল হক জাহিদ।
অনুষ্ঠানে নগদ পরিচালনা বোর্ডের চেয়ারম্যান কায়সার আহমেদ চৌধুরী, নগদের প্রশাসক মো. মোতাছিম বিল্লাহ, জুরি বোর্ড সদস্য মোস্তফা কামাল মজুমদার, মনোয়ার হোসেন, মাসুমুর রহমান খলিলী, মোতাহের হোসেন মাসুম, মোহাম্মদ আবদুল্লাহ, জাহেদ চৌধুরী, ফখরুল আলম কাঞ্চন, ইলিয়াস খান, ইলিয়াস হোসেন, ডিআরইউ কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি গাযী আনোয়ার, সাবেক সভাপতি মুরসালিন নোমানী প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৫ পেয়েছেন ২৭ জন। এর মধ্যে দুটি ক্যাটাগরিতে চারজন যৌথভাবে পুরস্কার জিতেছেন। পুরস্কারপ্রাপ্তরা হলেন, সালাহ উদ্দিন জসিম (জাগোনিউজ), সাজ্জাদুর রহমান (বিজনেস স্ট্যান্ডার্ড), রফিকুল ইসলাম (ডেইলি সান), এম এ নোমান (দৈনিক আমার দেশ), জিয়াদুল ইসলাম (দৈনিক আমাদের সময়), মো. শাখাওয়াত প্রিন্স (বিজনেস স্ট্যান্ডার্ড), মো. শরিফুল ইসলাম (ডেইলি স্টার), দীপন নন্দী (ডেইলি স্টার), হারুন আর রশিদ (দৈনিক কালবেলা), আবু সালেহ রনি (দৈনিক সমকাল), মো. রাহেনুর ইসলাম (সকাল-সন্ধ্যা), মো. শওকত আলী (দৈনিক দেশ রূপান্তর), মো. জসীম উদ্দীন (ঢাকা পোস্ট), এহসানুল হক জসীম (ডেইলি সান), মো. হেলিমুল আলম (ডেইলি স্টার), শামসুল হক মোহাম্মদ মিরাজ (কালের কণ্ঠ), শাহ মো. রাশেদুর রহমান (ডিবিসি নিউজ), আবু জাহেদ মুহম্মদ সেলিম (মাছরাঙা টেলিভিশন), আলমগীর হোসেন (যমুনা টেলিভিশন), রাজিব ঘোষ (ডিবিসি নিউজ), মো. ইমদাদুল হক (চ্যানেল টোয়েন্টিফোর), মো. ইউসুফ আলী (ডিবিসি নিউজ), সুশান্ত সিনহা (একাত্তর টেলিভিশন), শাহনাজ শারমীন (একাত্তর টেলিভিশন), মেহ্দী আজাদ মাসুম (বৈশাখী টেলিভিশন), মৌসুমী ইসলাম (ডেইলি সান) এবং হাসান আরিফ (দৈনিক রূপালী বাংলাদেশ)।
প্রিন্ট করুন






Discussion about this post