Print Date & Time : 19 September 2025 Friday 10:45 am

আগের থেকে কমেছে ‘মব ভায়োলেন্স’: স্বরাষ্ট্র উপদেষ্টা

শেয়ার বিজ ডেস্ক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন দেশে ‘মব ভায়োলেন্স’ আগের থেকে কমেছে ।

আজ সোমবার (৪ আগস্ট) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই তথ্য জানান তিনি।

মব নিয়ে পুলিশ কেন এখনও কঠোর ব্যবস্থা নিতে পারছে না এমন এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, মব ভায়োলেন্স আগের থেকে কমেছে। আস্তে আস্তে আরও কমে যাবে। মবের ক্ষেত্রে কোনো ধরনের ছাড় আমরা দেই নাই।

নির্বাচন নিয়ে পুলিশের প্রস্তুতি কেমন এবং আওয়ামী লীগ অংশ নেবে কি নেবে না তা নিয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নির্বাচনে কে অংশ নেবে আর কে অংশ নেবে না সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় না। আমার হলো নির্বাচন যে সময় হবে; সে সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ভালো থাকে সেজন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়েছি। এরআগেও আমরা বলেছি যে আমরা এজন্য প্রশিক্ষণ দিচ্ছি।

অভিযোগ আছে আপনারা কোনো দলকে বেশি প্রোটেকশন দিচ্ছেন; কোনো দলকে কম দিচ্ছেন এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা সবাইরে সমান সুরক্ষা দিচ্ছি। তবে যে বেশি ভালনারেবল তাকে একটু বেশি সুরক্ষা দেওয়া হয়, আর যে একটু কম তাকে একটু কম দেওয়া হয়। আপনারা তো ভালনারেবল না, এজন্য আপনাদের সুরক্ষার দরকার হয় না।

ভালনারেবলটা কীভাবে নির্ধারণ করেন জানতে চাইলে উপদেষ্টা বলেন, আমাদের বিভিন্ন এজেন্সি আছে ও আপনাদের থেকে এই তথ্য পাই।

এই বাহিনী দিয়ে নির্বাচন সুষ্ঠু হবে সেই কনফিডেন্সে আছে কি? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এই বাহিনী দিয়েই নির্বাচন হবে আল্লাহ দিলে। খুব ভালো নির্বাচন হবে এবং ভালোভাবে হবে।

আরআর/