শেয়ার বিজ ডেস্ক : রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে ১২টি মৌলিক সংস্কার প্রস্তাবে ঐকমত্যের পর ‘জুলাই সনদ-২০২৫’ আজই চূড়ান্ত করতে চায় জাতীয় ঐকমত্য কমিশন। সনদের একটি খসড়া ইতোমধ্যেই রাজনৈতিক দলগুলোকে দেওয়া হয়েছে এবং দলগুলো দ্রুতই এ বিষয়ে তাদের মতামত জানাবে বলে আশা প্রকাশ করেছেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রীয়াজ।
আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) বেলা সাড়ে ১১টার পরে ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলের সঙ্গে জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠক শুরু হয়েছে।
ড. আলী রীয়াজ আরও বলেন, রাষ্ট্র সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় ৬টি কমিশনের সুপারিশগুলোর সারাংশগুলোর মধ্যে প্রাথমিকপর্যায়ে আলোচনায় ঐকমত্য হয়েছে। ১৩ বিষয়ে নোট অব ডিসেন্টসহ ঐকমত্য হয়েছে। বাকি অমীমাংসিত আলোচনাগুলো নিষ্পত্তির মাধ্যমে দ্বিতীয়পর্যায়ে আলোচনা শেষ হবে আজ।
এরপর চূড়ান্ত খসড়া তৈরি করে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো হবে, সেখানে দলগুলো স্বাক্ষর করবে। বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে আলোচনা করবে দলগুলো। আজকে যেভাবেই হোক আলোচনা শেষ হবে বলেও জানা গেছে।
যে ১২টি মৌলিক সংস্কার প্রস্তাবে দলগুলো একমত হয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো- এক ব্যক্তির প্রধানমন্ত্রী পদে সর্বোচ্চ ১০ বছর থাকা এবং সংবিধানের ৭০ অনুচ্ছেদের পরিবর্তন।
রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আজ রাজনৈতিক দলগুলোর সঙ্গে দ্বিতীয় পর্যায়ের ২২তম দিনের বৈঠকে বসবে কমিশন। ডক্টর আলী রীয়াজের সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, গত ৩রা জুন থেকে ২০টি মৌলিক সংস্কার প্রস্তাব নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বিষয়ভিত্তিক আলোচনা শুরু করেছিল জাতীয় ঐকমত্য কমিশন।
আরআর/

Discussion about this post