প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জ-২ আড়াইহাজার আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী পারভীন আক্তার নেতৃত্বে আজ বুধবার জুলাই গণ-অভূত্থান ধারাবাহিকতায় আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয় বর্ষপূর্তি উপলক্ষ্যে বিজয় র্যালি হয়েছে।
র্যালিপূর্ভ সমাবেশে পারভীন আক্তার বলেন, জুলাই গণ-অভূত্থান দীর্ঘ দিনের আওয়ামী ফ্যাসিবাদের জুলুম, নির্যাতন, গুম, খুন, ভোটাধিকার সহ রাষ্ট্রীয় সন্ত্রাসের বিরুদ্ধে জমে থাকা ক্ষোভের বিস্ফোরন, ছাত্র-জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী স্বৈরশাসক শেখ হাসিনার পলায়নের মধ্যদিয়ে এক ঐতিহাসিক বিজয় পেয়েছি। আমাদের এই অর্জন কে নষ্ট করার জন্য দেশী-বিদেশি গভীর চক্রান্ত বিদ্যমান। এই চক্রান্তের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
তিনি বলেন, আপনাদের জানমাল যিনি নিরাপদ রাখতে পারবেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার হাতেই টিকেট তুলে দিবেন। কোন চাদাবাজ, সন্ত্রাসী, বিতর্কীত ব্যক্তি বিএনপির মনোনয়ন পাবেন না। চাদাবাজ, সন্ত্রাস, মাদক, চুরি, ডাকাতি, খুন-খারাপি বেড়েই চলছে, আইন শৃঙ্খলার চরম অবনতি দেখা দিচ্ছে, তিনি আরও বলেন, স্থানীয় প্রশাসনকে সাবধান করে দিচ্ছি, শক্ত হাতে অপরাধ দমন করুন। নতুবা সম্মান থাকতে আড়াইহাজার ছাড়ুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শহিদুল্লাহ মিয়া চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক অর্থ বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন অনু, নারায়ণগঞ্জ জেলা আরাফাত রহমান কোকো স্মৃতিসংদের আহবায়ক ও যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি সালাউদ্দিন মোল্লা, সাবেক নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাধারণ সম্পাদক, বর্তমান জিসাস কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক রিয়াজুল ইসলাম খোকন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন লিটন, আড়াইহাজার উপজেলা তাঁতী দলের সাবেক সভাপতি সফিকুল ইসলাম সফিক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম মিয়া, আড়াইহাজার পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি গোলজার হোসেন আলাবক্স, বিশনন্দী ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সরোয়ার্দী মিয়া, আড়াইহাজার উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক পিয়ারা বেগম মেম্বার, আড়াইহাজার পৌর মহিলা দলের সভাপতি মাসুদা বেগম ও সাধারণ সম্পাদক মাছুমা বেগম, নারায়ণগঞ্জ জেলা ওলামা দলের প্রচার সম্পাদক মাছুম বিল্লাহ, আড়াইহাজার উপজেলা জিয়া শিশু কিশোর সংগঠনের সভাপতি ইয়াছিন আরাফাত জিকু, নারায়ণগঞ্জ জেলা জাসাসের মহিলা সম্পাদিকা সুফিয়া বেগম, আড়াইহাজার পৌর জাসাস এর সিনিয়র সহ সভাপতি তাহের আলী, আড়াইহাজার উপজেলা জিয়া মঞ্চের সাবেক আহবায়ক শিকদার আলী, আড়াইহাজার উপজেলা আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের সভাপতি হাবিবুর রহমান হাবিব, আড়াইহাজার উপজেলা জিসাস এর সভাপতি শাহাদাত হোসেন বাবু, সাধারণ সম্পাদক আরাফত সিদ্দিক ও সাংগঠনিক সম্পাদক ফারুক মিয়া ও বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

Discussion about this post