Print Date & Time : 26 August 2025 Tuesday 7:53 pm

আড়াইহাজার উপজেলায় তিতাসের অভিযান

প্রতিনিধি, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার দুপ্তারা ইউনয়নে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে তিতাস কর্তৃপক্ষ অভিযান পরিচালনা করে। গতকাল সকাল থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় উপজেলার দুপ্তারা ইউনিয়নের বাজবি, হাজীবাড়ি,তিনগাঁও,মোতাহার টেক্সটাইল সংলগ্ন এলাকায় ৫টি স্পটে ৪৫০টি বাড়ির ৫৭০টি অবৈধ চুলার গ্যাসসংযোগ বিচ্ছিন্ন করেন।

নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুল হুদার নেতৃত্বে ও আড়াইহাজার জোনের প্রকৌশলী মো. রায়হান কবিরের সার্বিক সহযোগিতায় এই অভিযান চালনো হয়েছে।

আড়াইহাজার জোনের প্রকৌশলী রায়হান কবির বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান পরিচালনা অব্যাহত আছে যেখানেই অবৈধ সংযোগ পাওয়া যাবে সেখানেই উচ্ছেদ অভিযান চালানো হবে। যারা অবৈধ গ্যাস সংযোগের সঙ্গে জড়িত তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিচ্ছি। অভিযানে পুলিশ প্রশাসনসহ তিতাসের তিতাসের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।