শেয়ার বিজ ডেস্ক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে চব্বিশের জুলাই-আগস্ট গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধে করা প্রথম মামলার রায়ের খবর আন্তর্জাতিক গণমাধ্যমগুলো ফলাও করে প্রকাশ করেছে।
‘ক্ষমতাচ্যুত নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে রায় ঘোষণার আগে বাংলাদেশে নিরাপত্তা জোরদার করা হয়েছে’ শিরোনামে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি লাইভ সম্প্রচার করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের একটি ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করছে। মানবতাবিরোধী মামলায় শেখ হাসিনার মৃত্যুদণ্ডসহ রায়কে ঘিরে নিরাপত্তার খবর গুরুত্ব সহকারে প্রচার ও প্রকাশ করেছে বিবিসি।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ‘ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আদালতের রায়’ শিরোনামে লাইভ সম্প্র্রচার শুরু করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানী ঢাকার একটি বিশেষ ট্রাইব্যুনালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি’র শীর্ষ পাঁচটি খবরের চারটিই হাসিনার রায়কে কেন্দ করে। এদিকে দ্য হিন্দু সরাসরি আপডেট দিয়েছে। হিন্দুস্তান টাইমসের শীর্ষ দুই খবরের একটিতে রাখা হয়েছে এই খবরকে। এবিপি লাইভের শীর্ষ সংবাদ হিসেবে রাখা হয়েছে এই ইস্যুকে। ওপার বাংলার গণমাধ্যম আনন্দবাজার পত্রিকায় প্রধান সংবাদ হিসেবে আছে এটি। আনন্দবাজার লিখেছে মামলা রুজু থেকে রায়দান, নিজের তৈরি ট্রাইব্যুনালেই ৩৯৭ দিন ধরে বিচার হলো হাসিনার! কারা, কী সাক্ষ্য দিলেন? তাদের প্রধান নিউজ হাসিনার মামলা ও রায়কে ঘিরে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্স ‘ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী হাসিনার রায়’ নিয়ে গুরুত্ব সহকারে সংবাদ প্রচার করছে। এছাড়াও আন্তর্জাতিক অন্যান্য গণমাধ্যমে হাসিনার রায়কে ঘিরে প্রতিবেদন গুরুত্ব সহকারে প্রচার ও প্রকাশ হচ্ছে।
ট্রাইব্যুনালে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম সরেজমিনে এ মামলার রায় কাভার করেছে।
আজ বিচারপতি গোলাম মর্তুজা মজুদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড এবং রাজসাক্ষী পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করে। এ রায় বিটিভিসহ বিভিন্ন মিডিয়ায় সরাসরি সম্প্র্রচার করা হয়েছে।
প্রিন্ট করুন









Discussion about this post