নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইন্দো-বাংলা ফার্মা আফগান ভিত্তিক প্রতিষ্ঠান সালার ইউজুফাই ফার্মার সাথে একটি সমঝোতা চুক্তি সম্পন্ন করেছে। গতকাল (৮ জুলাই) কোম্পানি দুইটির মধ্যে চুক্তি সম্পন্ন হয়।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, কোম্পানিটি আফগানিস্থান মার্কেটে ওষুধ রপ্তানির জন্য চুক্তি করেছে। সালার ইউজুফাই ফার্মা আফগানিস্তানের মূল এজেন্ট হিসাবে কাজ করবে। প্রতিষ্ঠান দুইটি র মধ্যে চুক্তির মেয়াদ ১৫ বছর।
ইন্দো-বাংলা ফার্মা ১.৫ লাখ ডলার মূল্যোর ওষুধ প্রতি শিপমেন্টে রপ্তানি করতে চায়। ওষুধ রপ্তানি করতে কোম্পানিটিকে ৪০ শতাংশ অগ্রীম পেমেন্ট করতে হবে। আর ৬০ শতাংশ পার শিপমেন্ট পেমেন্ট করবে।
কোম্পানিটি আশা করছে, এই কৌশলগত সহযোগিতা কোম্পানির আর্থিক ভিত্তি শক্তিশালী করবে, বৈদেশিক মুদ্রা আয় জোরদার এবং দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধি অর্জনে সহয়তা করবে। এর ফলে কোম্পানির শেয়ারহোল্ডাররা লাভবান হবে।